• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: এপ্রিল ১২, ২০১৯, ০৯:২৭ এএম
সর্বশেষ আপডেট : এপ্রিল ১২, ২০১৯, ০৯:৫০ পিএম

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মেসিদের চায় বাংলাদেশ

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে মেসিদের চায় বাংলাদেশ

 

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রীতি ফুটবল ম্যাচের জন্য আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলকে বাংলাদেশে আমন্ত্রণ জানানোর পরিকল্পনা করা হচ্ছে। এমনটি হলে আবারো ঢাকার মাঠে দেখা যাবে মেসি-অ্যাগুয়েরোদের ফুটবল শৈলী। 

বৃহস্পতিবার (১১ এপ্রিল) বাংলাদেশে নবনিযুক্ত আর্জেন্টিনার অনাবাসিক রাষ্ট্রদূত ড্যানিয়েল চুবুরুর সাথে বৈঠকের সময় এমন আশাবাদের কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

সবকিছু ঠিকঠাক থাকলে ২০২১ সালে আবারও বাংলাদেশে খেলতে আসবে আর্জেন্টিনা ফুটবল দল। সম্ভাব্য সেই প্রীতি ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ দলের নামও চূড়ান্ত হওয়ার পথে রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে আর্জেন্টিনার রাষ্ট্রদূতের কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

প্রসঙ্গত, ২০১১ সালের সেপ্টেম্বর মাসে নাইজেরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে বাংলাদেশে খেলতে এসেছিল মেসিরা। ওই প্রীতি ম্যাচে আর্জেন্টিনা ৩-১ গোলের জয় পেয়েছিল। 
 
আরআইএস