• ঢাকা
  • শনিবার, ০৪ মে, ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২৬, ২০১৮, ০২:২৭ পিএম

২০২২ কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটের হাওয়া

২০২২ কমনওয়েলথ গেমসে নারী ক্রিকেটের হাওয়া

 

টি-২০ নারী ক্রিকেটকে ২০২২ সালে বার্মিংহামে অনুষ্ঠিতব্য কমনওয়েলথ গেমসে অন্তর্ভুক্ত করার জন্য একটি বিড জমা দিয়েছে আইসিসি।

সোমবার (২৬ নভেম্বর) আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন বিষয়টি নিশ্চিত করে বলেছেন, কমনওয়েলথের সাথে আনুষ্ঠানিকভাবে ক্রিকেট যুক্ত রয়েছে। একইসঙ্গে কমনওয়েলথভুক্ত দেশগুলোতে রয়েছে ৯১০ মিলিয়ন ক্রিকেট ফ্যান, যার মধ্যে ১ মিলিয়নেরও বেশি প্রাপ্তবয়স্ক ক্রিকেট ফ্যান।  

আইসিসির সিইও বলেন, 'কমনওয়েলথ গেমস এবং নারী ক্রিকেট একসঙ্গে মেয়েদের খেলাধুলার প্রসার ঘটাতে কাজ করবে। খেলাধুলায় নারীদের সমধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে যা দারুণ একটি সুযোগ।'  

তিনি যোগ করেন, 'বার্মিংহাম তার জন্য দারুণ এক জায়গা। এই শহরের সাথে ক্রিকেটের গভীর সম্পর্ক আছে। যুক্তরাজ্যের বাইরে এই শহরের ২৩ ভাগ মানুষ ক্রিকেট খেলে এমন দেশের বাসিন্দা রয়েছেন। এখানকার ক্রিকেট সংস্কৃতি এবং ঐতিহ্য খুবই সমৃদ্ধ। সবাইকে যুক্ত করতে পারলে নারী ক্রিকেটের আরও অগ্রসর হবে।'  

ডেভিড রিচার্ডসন বলেন, 'কমনওয়েলথ গেমসের মাধ্যমে আমরা কমবয়সী মেয়েদেরকে ক্রিকেটে আসার ব্যাপারে অনুপ্রাণিত করতে চাই। কমনওয়েলথ গেমসে নারীর ক্রিকেট দেখলে সারা বিশ্বজুড়ে লাখ লাখ তরুণী প্রভাবিত হবে। দেশকে প্রতিনিধিত্ব এবং একটি আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতা করার জন্য উজ্জীবিত হবে।'   

আরএস/এসএইচএস