• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১, ২০১৯, ০৫:০৬ পিএম
সর্বশেষ আপডেট : মে ২, ২০১৯, ১২:৩৬ এএম

অনিল কাপুরের ‘নায়ক’ চরিত্রে মাশরাফী!

অনিল কাপুরের ‘নায়ক’ চরিত্রে মাশরাফী!

২০০১ সালের ৭ সেপ্টেম্বর মুক্তি পাওয়া বলিউডের ব্লকবাস্টার হিট ছবি ‘নায়ক’ এর কথা নিশ্চয়ই কেউ ভুলে যাননি। একটি টিভি চ্যানেলের রিপোর্টারের চরিত্রে অভিনয় করা বলিউড সুপারস্টার অনিল কাপুর নাটকীয়ভাবে হয়ে যান একটি রাজ্যের মুখ্যমন্ত্রী। একের পর এক তাক লাগানো দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে তার সাঁড়াশি অভিযানে হয়ে যান জনপ্রিয় নেতা। 

একই বছরের নভেম্বর মাসের ৮ তারিখে নড়াইলের এক দুরন্ত ছেলে বাংলাদেশ ক্রিকেট দলের হয়ে প্রথমবারের মতো খেলতে নেমেছিল আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ। সাদা পোশাকের ক্রিকেটে প্রথম খেলতে নামা সেই খেলোয়াড় এখন শুধু ক্রিকেট মাঠেরই নয়, রাজনীতির মাঠের নায়ক হওয়ার পথেই যেন এগিয়ে চলেছেন। তিনি আর কেউ নন মাশরাফী বিন মোর্ত্তজা।

গত ২৫ এপ্রিল নড়াইল আধুনিক সদর হাসপাতালে আকস্মিক অভিযান চালিয়ে ডাক্তার ও নার্সদের অনুপস্থিতি, ওষুধের অপর্যাপ্ততা নিয়ে মাশরাফী ক্ষোভ প্রকাশ করেন। রোগী সেজে অনুপস্থিত এক ডাক্তারকে ফোন দেয়ার পর শাসিয়ে কথাও বলেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। এমন কাণ্ডে ‘নায়ক’ এর কেন্দ্রীয় চরিত্র অনিল কাপুরের সঙ্গে মাশরাফী অনেকেই মিল খুঁজে পেয়েছেন। 

২০০১ সালে মুক্তিপ্রাপ্ত অনিল কাপুর অভিনীত নায়ক ছবির একটি ট্রেলার পোস্টার 

আর এবার সেই মিলকে পুঁজি করেই ‘নায়ক’ ছবিটির বাংলা রিমেক করার কথা জানিয়ে দিয়েছেন পরিচালক হাবিবুল ইসলাম হাবিব। আরও চমকপ্রদ তথ্য হলো- নায়ক হিসেবে তিনি ইতোমধ্যে মাশরাফীকে বেছে নিয়েছেন! 

ঘটনার সত্যতা নিশ্চিত করে ‘রাত্রির যাত্রী’ ছবির পরিচালক হাবিবুল ইসলাম হাবিব বলেন, ‘আমি ‘নায়ক’ ছবিটি রিমেক করতে চাই। নায়ক হিসেবে চাই মাশরাফী বিন মোর্ত্তজাকে। আমি এরই মধ্যে মাশরাফীকে ফোন করেছি। বিশ্বকাপ মিশনে ব্যস্ততার কারণে হয়তো তিনি ফোন ধরতে পারেননি। পরে তাকে এসএমএস করি। আশা করছি, সময় পেলে তিনি আমার সঙ্গে এ বিষয়ে কথা বলবেন।’

খেলা চালিয়ে যাওয়া পাশাপাশি রাজনীতিতে ব্যস্ত হয়ে পড়া মাশরাফী আদৌ বড় পর্দায় অভিনয় করার জন্য সম্মতি দেবেন কি না- এমনটি জানতে চাইলে হাবিবুল ইসলাম হাবিব বলেন, আমি জানি খেলা ও রাজনীতি নিয়ে মাশরাফী অনেক ব্যস্ত একজন মানুষ। তাই তিনি যখন যেভাবে সময় দেবেন, আমি সেভাবেই ছবির শুটিংয়ের সময় সাজিয়ে নেবো।’

প্রসঙ্গত, ১৯৮৭ সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘বখাটে’ নির্মাণের মধ্যদিয়ে পরিচালক হিসেবে যাত্রা শুরু করেন হাবিবুল ইসলাম হাবিব। চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি তার পরিচালিত রাত্রির যাত্রী ছবিটি মুক্তি পাওয়ার পর বেশ সাড়া জাগিয়েছে। সূত্র: যমুনা টিভি 

আরআইএস