• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ৯, ২০১৯, ০৩:০৯ পিএম
সর্বশেষ আপডেট : মে ৯, ২০১৯, ০৯:১৮ পিএম

নিরাপত্তায় অসন্তোষ

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের না!  

শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের না!   

বিশ্বকাপ শেষ হওয়ার পর একদিনের আন্তর্জাতিক সিরিজ খেলতে শ্রীলঙ্কা উড়াল দেবার কথা ছিল বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের। তবে সেই সিরিজ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। আজ বৃহস্পতিবার (০৯ মে) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন সেদেশের নিরাপত্তা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করে সিরিজটি খেলতে অস্বীকৃতি জানান।  

বিসিবি বস বলেন, ‘শ্রীলঙ্কার বর্তমান পরিস্থিতিতে দ্বিপাক্ষিক সিরিজ খেলতে দল পাঠানো সম্ভব নয়, ভবিষ্যতে ভেবে দেখা যাবে।’   

উল্লেখ্য, গত ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার বেশ কয়েকটি গির্জা ও হোটেলে হামলায় প্রাণ হারান প্রায় ৩৬৯ জন নিরীহ মানুষ। এছাড়াও আহত হন প্রায় পাঁচ শতাধিক। তাই ভারত মহাসাগরের তীর ঘেঁষা দ্বীপ রাষ্ট্রটিতে সফরের আগে নিরাপত্তা ইস্যু বেশ চিন্তায় ফেলেছিল বাংলাদেশের ক্রিকেট কর্তাদের। তারা জানিয়েছিল, শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে শতভাগ নিশ্চিত হতে চায় বাংলাদেশ।   

নিরাপত্তা ইস্যুতে এর আগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দীন চৌধুরী, ‘আমরা বলবো না যে, শ্রীলঙ্কা সিরিজ অনিশ্চিত! তবে আমরা শ্রীলঙ্কার বাংলাদেশ হাই কমিশন ও আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহায়তায় সেদেশের নিরাপত্তাসহ সার্বিক ব্যবস্থার উপর দৃষ্টি রাখছি। এ ব্যাপারে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) এর কী মতামত, তাও জানার চেষ্টা থাকবে আমাদের।’ 

গত মার্চে ক্রাইস্টচার্চের আল-নূর মসজিদে সন্ত্রাসী হামলার সময় অল্পের জন্য বেঁচে যান নিউজিল্যান্ড সফররত বাংলাদেশ দলের খেলোয়াড় ও কর্মকর্তারা। সিরিজের তৃতীয় টেস্ট খেলতে ওই সময় ক্রাইস্টচার্চেই অবস্থান করছিল বাংলাদেশ দল। শুক্রবার জুমার নামাজ আদায় করতে ওই মসজিদে গিয়েছিলেন তারা। 

ক্রাইস্টচার্চের ওই ঘটনার পর থেকেই নিরাপত্তা ইস্যু নিয়ে অতিরিক্ত সাবধানী বিসিবি। 

এসএইচএস