• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ১৪, ২০১৯, ০৯:৩৬ এএম
সর্বশেষ আপডেট : মে ১৪, ২০১৯, ০৯:৩৬ এএম

এস এ গেমসের লোগো উন্মোচিত, কিছুই জানে না বাংলাদেশ! 

এস এ গেমসের লোগো উন্মোচিত, কিছুই জানে না বাংলাদেশ! 
কাঠমুণ্ডুতে এস এ গেমসের লোগো অনুমোদন দেয়া হয়। ফটো: হিন্দুস্তান টাইমস

নেপালে চলতি বছরের ১ থেকে ১০ ডিসেম্বর অনুষ্ঠেয় সাউথ এশিয়ান (এস এ) গেমসের লোগো ও মাসকট উন্মোচন করা হয়েছে। কবুতরের এই লোগোতে থাকছে অংশগ্রহণকারী সাত দেশের পতাকার রঙ। মাসকট হিসেবে বেছে নেয়া হয়েছে জোড়া হরিণ। 

গত বৃহস্পতিবার (৯ মে) কাঠমুণ্ডুতে নেপালের ক্রীড়া মন্ত্রণালয়, অলিম্পিক কমিটি এবং দেশটির স্পোর্টস কাউন্সিলের যৌথ সভায় এস এ গেমসের লোগো অনুমোদন দেয়া হয়। 

নেপালের কাঠমুণ্ডু ও পোখারায় এস এ গেমসের বিভিন্ন ২৯ ডিসিপ্লিনের খেলাগুলো অনুষ্ঠিত হবে। তবে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন এখনো গেমসের ব্যাপারে আয়োজক নেপালের কাছ থেকে কোনো প্রকার নির্দেশনা ও বার্তা পায়নি। তাই এস এ গেমসের বিষয়ে আসলে কিছুই জানে না অংশ নিতে যাওয়া বাংলাদেশ! 

আরআইএস