• ঢাকা
  • বুধবার, ০১ মে, ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: মে ২২, ২০১৯, ১২:৫৫ পিএম
সর্বশেষ আপডেট : মে ২২, ২০১৯, ১২:৫৮ পিএম

ফুটবলারদের জীবন রোবটের মতো: বেল

ফুটবলারদের জীবন রোবটের মতো: বেল

রিয়াল মাদ্রিদে সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ওয়েলস তারকা গ্যারেথ বেলের। সদ্য সমাপ্ত মৌসুমে একের পর এক ম্যাচ সাইড বেঞ্চে বসে কাটাতে হয়েছে তাকে। এমনকি রিয়াল বেটিসের বিপক্ষে লা-লীগায় নিজেদের শেষ ম্যাচে এক মুহূর্তের জন্যও বেলকে মাঠে নামাননি রিয়াল বস জিনেদিন জিদান। অগুরুত্বপূর্ণ সেই ম্যাচে ২-০ গোলে হেরেছে দল, ডাগ আউটে বসে বেল দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে রিয়ালের অসহায়ত্ব শুধু চেয়ে চেয়ে দেখেছেন। কেন তার প্রতি জিদানের এই অনীহা, সেই প্রশ্নের উত্তর খুঁজছেন অনেক ফুটবলপ্রেমী।

অভিমানী বেল তাই এবার তার জীবনকে তুলনা করে বসলেন রোবটের সাথে। ২০১৩ সালে রেকর্ড ট্র্যান্সফার ফিতে টটেনহ্যাম থেকে বার্নাব্যুতে আসা বেল বললেন, 'গলফ বা টেনিস খেলোয়াড়দের মতো ফুটবলাররা নিজেদের সময়সূচি নিজেরা নির্ধারণ করতে পারেন না। দলের পরিবেশই তাদের ভাগ্য নির্ধারণ করে দেয়। কে খেলবেন আর কে খেলবেন না সেটা নিজের হাতে থাকে না। এদিক থেকে দেখতে গেলে ফুটবলারদের জীবন অনেকটা রোবটের মতো। আমাদের বলে দেয়া হয় কখন, কোথায় খেলতে হবে, কখন খেতে হবে, কখন কোচের সাথে দেখা করতে হবে, সবকিছু। একরকম বলতে গেলে আমাদের নিজেদের জীবন বলতে কিছু থাকে না।' 

যুক্তরাজ্যভিত্তিক টেলিভিশন চ্যানেল বিটি স্পোর্টসের ডকুমেন্টারি চলচ্চিত্র 'স্টেট অফ প্লে'তে অংশ নিয়ে বেল এসব কথা বলেন। 

হতাশ বেল আরও বলেন, 'আমরা কখন, কি করবো তা নির্ধারণের ভার আমাদের উপর নেই। একজন ফুটবলারের ক্যারিয়ার বেশ ছোট। তাই অনেক সময়ই তাকে অন্যের হুকুম তামিল করে ক্যারিয়ারটা উৎসর্গ করে দিতে হয়।' 

এমএইচএস