• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: মে ৩০, ২০১৯, ১০:১৮ এএম
সর্বশেষ আপডেট : মে ৩০, ২০১৯, ০১:০৬ পিএম

ইনজুরি নিয়েই খেলবেন মাশরাফী 

ইনজুরি নিয়েই খেলবেন মাশরাফী 
ইনজুরিকে হার মানিয়ে এভাবেই বাঘের হুংকার দিতে প্রস্তুত মাশরাফী বিন মোর্ত্তজা। ফাইল ফটো

ভারতের বিপক্ষে বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েন বাংলাদেশ ক্রিকেট দলের অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা। ফলে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবারের বিশ্বকাপ মিশন শুরু করতে যাওয়া বাংলাদেশ দলের হয়ে মাশরাফীর খেলাটা অনিশ্চয়তার ভেতর পড়ে যায়।

তবে টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, আগামী ২ জুন প্রোটিয়াদের বিপক্ষে ঠিকই খেলতে নামবেন ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক। ম্যাচের আগে নাকি অনেকটাই সেরে উঠবেন বলে মাশরাফী আশা প্রকাশ করছেন।

প্রসঙ্গত, ভারতের বিপক্ষে নিজের একমাত্র বোলিং স্পেলের ষষ্ঠ ওভার করার সময় বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ে টান অনুভব করেন মাশরাফী। ত্রিদেশীয় সিরিজেই মাশরাফী ডান পায়ের হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে পড়েছিলেন, যা এখনো সেরে ওঠেনি। তাই দুই পায়ের হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ায় তাকে নিয়ে টাইগার সমর্থকদের নতুন করে উদ্বেগ সৃষ্টি হয়েছে। 

হ্যামস্ট্রিংয়ে টান লাগার পর বেশ কিছু সময় মাঠের বাইরে ছিলেন মাশরাফী। সাধারণত এমন ইনজুরিতে খেলোয়াড়দের ৫ থেকে ৬ দিনের বিশ্রাম দিয়ে থাকেন ডাক্তাররা। ওদিকে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বাংলাদেশের প্রথম বিশ্বকাপ ম্যাচের বাকি আছে আর তিনদিন। তাই প্রশ্ন থেকেই যাচ্ছে- ঝুঁকি নিয়ে মাঠে নামতে গিয়ে আবার বড় কোনো বিপদ মাশরাফী ডেকে আনবেন না তো? সারা জীবনে অসংখ্যবার তিনি সার্জারির শিকার হওয়ায় মনের কোণে সবার দুশ্চিন্তার মেঘ জমাটা মোটেও অস্বাভাবিক নয়। 

তবে সকলের প্রত্যাশা নিজের শেষ বিশ্বকাপে মাশরাফী সুস্থ থেকে বল হাতে দৌড়ানোর পাশাপাশি যোগ্য নেতৃত্ব দিয়ে বাংলাদেশ দলকে নিয়ে যাবেন অনেক দূর।

আরআইএস 
 

আরও পড়ুন