• ঢাকা
  • বৃহস্পতিবার, ০২ মে, ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ৩, ২০১৯, ১১:৩৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৩, ২০১৯, ১১:৩৩ পিএম

নভেম্বরে বাংলাদেশের ভারত সফর চূড়ান্ত 

নভেম্বরে বাংলাদেশের ভারত সফর চূড়ান্ত 

শুধুমাত্র চূড়ান্ত ঘোষণার অপেক্ষা ছিল। আজ সোমবার (০৩ জুন) তাও হয়ে গেল। আগামী নভেম্বরে ভারত সফরে যাচ্ছে বাংলাদেশ। ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) নিশ্চিত করেছে এই তথ্য। প্রায় মাসখানেকের সফরে ভারতের বিপক্ষে এই সিরিজে দুই টেস্টের পাশাপাশি তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।  
 
এদিকে টেস্ট স্ট্যাটাস পাওয়ার ১৯ বছর পেরিয়ে যাওয়ার পর এই প্রথম ভারতের মাঠে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। এর আগে ভারতের মাটিতে একটি মাত্র টেস্ট ম্যাচ খেলে টাইগাররা। যা অনুষ্ঠিত হয়েছিল ২০১৭ সালে, হায়দ্রাবাদে। 

বিসিসিআই আজ ২০১৯-২০ মৌসুমের জন্য তাদের সূচি প্রকাশ করেছে। বাংলাদেশ ভারত যাবে নভেম্বরের শুরুতে। ৩ নভেম্বর দিল্লিতে টি-টোয়েন্টি ম্যাচের মধ্যে দিয়ে শুরু হবে এ সিরিজ। এরপর ৭ নভেম্বর ও ১০ নভেম্বর সিরিজের বাকি দুটি টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে এ দুটি দল। 

দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু হবে ১৪ নভেম্বর। ইন্দোরের প্রথম টেস্টের পর দ্বিতীয় ও শেষ টেস্ট অনুষ্ঠিত হবে কলকাতায়। ২২ থেকে ২৬ নভেম্বরের টেস্ট খেলে দেশে ফিরবে বাংলাদেশ দল।

বাংলাদেশের ভারত সফরের সূচি
১ম টি-টোয়েন্টি : ৩ নভেম্বর, দিল্লি।
২য় টি-টোয়েন্টি : ৭ নভেম্বর, রাজকোট।
৩য় টি-টোয়েন্টি : ১০ নভেম্বর, নাগপুর।
প্রথম টেস্ট : ১৪ নভেম্বর, ইন্দোর।
দ্বিতীয় টেস্ট : ২২ নভেম্বর, কলকাতা।

এসএইচএস