• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ৮, ২০১৯, ০৮:১০ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৮, ২০১৯, ০৮:১০ পিএম

বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর 

বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ স্কোর 

ম্যাচের শুরু থেকেই বাংলাদেশের বোলারদের হতাশার মধ্যে রাখেন ইংল্যান্ডের দুই ওপেনার জনি বেয়ারস্টো ও জেসন রয়। উদ্বোধনী জুটিতে তারা ১২৮ রান তুলে জানান দেয় বহু রেকর্ড নতুন করে লেখা হবে আজ। সেটাই হয়েছে। 

নির্ধারিত ওভার শেষে বাংলাদেশের বিপক্ষে ৬ উইকেট হারিয়ে ৩৮৬ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে তারা- যা বিশ্বকাপ ইতিহাসে থ্রি-লায়ন্সের সর্বোচ্চ দলীয় স্কোর। 

এর আগে, বিশ্বকাপে ইংল্যান্ডের সর্বোচ্চ দলীয় সংগ্রহ ছিল ৩৩৮ রান। ২০১১ বিশ্বকাপে ব্যাঙ্গালুরুতে ভারতের বিপক্ষে অ্যান্ড্রু স্ট্রাউসের ১৫৮ রানের সুবাদে ৮ উইকেটে এই সংগ্রহ পায় ইংলিশরা।

এদিকে ওয়ানডে ইতিহাসের প্রথম দল হিসেবে টানা ৭ ম্যাচে তিনশ রানের দলীয় সংগ্রহ গড়ল ইংল্যান্ড। পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে শুরু এরপর আর ৩০০ এর নিচে শেষ হয়নি তাদের ইনিংস। এই বিশ্বকাপের ৩ ম্যাচের ৩টিতেও তাই ৩০০ এর উপর স্কোর গড়ল তারা। 

এসএইচএস 

আরও পড়ুন