• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ৮, ২০১৯, ০৯:২৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৮, ২০১৯, ০৯:৩২ পিএম

বিশ্বকাপে সাকিবের ‘হ্যাটট্রিক’ 

বিশ্বকাপে সাকিবের ‘হ্যাটট্রিক’ 

ইংল্যান্ডের রান পাহাড়ের জবাব দিতে নেমে সৌম্য সরকার ও তামিম ইকবাল দ্রুত ফিরে গেলেও ব্যাট হাতে লড়ে যাচ্ছেন সাকিব আল হাসান। তুলে নিয়ে বিশ্বকাপের চলতি আসরে হ্যাটট্রিক ফিফটি। প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৮৪ বলে ৭৫ করার পর গত ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৫৮ বলে ৬৪ রান আসে সাকিবের ব্যাট থেকে।

এদিকে আজ শনিবার (০৮ জুন) ইংলিশদের বিপক্ষে সাকিব ৫৩ বলে পেয়েছেন ওয়ানডে ক্যারিয়ারে নিজের ৪৫তম অর্ধ-শতকের দেখা।   

এদিকে মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে লড়াইয়েও রেখেছেন সাকিব। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, বাংলাদেশ সংগ্রহ ২১ ওভার শেষে ১১১ রান। শেষ ২৯ ওভারে হাতে থাকা ৮ উইকেটের বিনিময়ে জয়ের জন্য চাই আরও ২৭৬ রান। 

এর আগে, স্বাগতিকদের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় মাত্র ৮ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। জোফরা আর্চারের পেসে পরাজিত হয়ে বোল্ড হন সৌম্য সরকার। সাকিবকে সঙ্গে নিয়ে তামিম উইকেট প্রায় সেট হয়ে গেলেও, আগের দুই ম্যাচের মতো এবারো তিনি বাজে এক শট খেলে সাজঘরে ফেরেন। মার্ক উডের বলে উইকেট ছুঁড়ে দেয়ার আগে তার ব্যাট থেকে আসে ১৯ রান। 

এসএইচএস