• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুন ৮, ২০১৯, ১০:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ৮, ২০১৯, ১০:১১ পিএম

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সাকিবের সেঞ্চুরি 

দ্বিতীয় বাংলাদেশি হিসেবে বিশ্বকাপে সাকিবের সেঞ্চুরি 

১৯৯৯ সালে প্রথমবার বিশ্বকাপে অংশ নিলেও ব্যক্তিগত সেঞ্চুরির দেখা পেতে বাংলাদেশকে অপেক্ষা করতে হয় ২০১৫ বিশ্বকাপ পর্যন্ত। ১৬ বছরের অপেক্ষার অবসান ঘটান মাহমুদউল্লাহ রিয়াদ। গ্রুপ পর্বের ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে হাঁকান সেঞ্চুরি। এরপরের ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষেও সেঞ্চুরি করেছিলেন তিনি। 

এবারের বিশ্বকাপে আসার আগে বাংলাদেশ দলের হয়ে তাই ওই একজনেরই নামের পাশে ছিল তিন সংখ্যার স্কোর। তবে ভক্ত-সমর্থকদের আর বেশি অপেক্ষা করালেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দ্বিতীয় বাংলাদেশি হিসেবে আজ শনিবার (০৮ জুন) ম্যাজিক ফিগারে পৌঁছে গেলেন তিনি। প্রতিপক্ষ সেই ইংল্যান্ডই!  

ইংল্যান্ডের দেয়া বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৮ রানে সৌম্য সরকার ফিরে গেলে মাঠে নামেন সাকিব। খেলতে থাকেন স্বভাবসুলভ আক্রমণাত্মক ভঙ্গিতে। ফলাফল ৫৩ বলে ওয়ানডে ক্রিকেটে টানা চতুর্থ ফিফটির দেখা পেয়ে যান তিনি। 

তবে শেষ ৬ ইনিংসে ফিফটি করেই এবার আর থামলেন না তিনি। সেটাকে টেনে তিন অংকে নিয়ে এসেছেন তিনি। ইনিংসের ৩২তম ওভারে আর্চারের করা তৃতীয় বলে একরানের জন্য বল সুইপার কাভারের দিকে ঠেলে দিয়ে সেঞ্চুরি পূর্ণ করেন তিনি।  

এসএইচএস