• ঢাকা
  • শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১১, ২০১৯, ০৪:৩৫ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১১, ২০১৯, ০৪:৩৯ পিএম

‘টাকা সমস্যা না, আমি শুধু খেলতে চাই’ 

‘টাকা সমস্যা না, আমি শুধু খেলতে চাই’ 
আয়াক্সের ডাচ ডিফেন্ডার মাত্থিজস ডি লিট - ছবি : টুইটার

আয়াক্সের ডাচ ডিফেন্ডার মাত্থিজস ডি লিটের ২০১৮/১৯ মৌসুম শেষ হলেও এখনো তিনি নিশ্চিত নন আগামী মৌসুমে তিনি কোথায় খেলতে যাচ্ছেন। ইউরোপের প্রথম সারির বেশ কয়েকটি দল থেকে প্রস্তাব পেলেও সিদ্ধান্তহীনতায় ভুগছেন তিনি। তবে তা যে টাকার জন্য না তাও স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ডি লিট। 

বার্সেলোনার স্প্যানিশ জাতীয় ক্রীড়া দৈনিক মুন্ডো দেপোর্তিভোকে আয়াক্স অধিনায়ক বলেছেন, ‘টাকা কোনো সমস্যা নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আপনি যেখানে যাবেন সেখানে আপনার রোল কী হতে যাচ্ছে আর আপনি ম্যাচ খেলতে পারবেন কিনা।’ 

মৌসুম শেষ হলেও এখনো ছুটিতে যাননি ১৯ বছর বয়সী এই ফুটবলার। নতুন ক্লাব চূড়ান্ত না হওয়ার আগ পর্যন্ত অবকাশ যাপনে যাবেনও না তিনি, ‘আমি এখনো বুঝতে পারছি না, আমার হৃদয় আমাকে কী বলছে। আমার ছুটির দিনগুলোতে আমি এ বিষয়েই ভাবছি এবং সিদ্ধান্ত নেবো আমার কোথায় যাওয়া উচিত।’  

ফ্র্যাঙ্কি ডি জং ও মাত্থিজস ডি লিট - ছবি : টুইটার 

এদিকে নেশন্স লিগের ফাইনালে পর্তুগালের কাছে নেদারল্যান্ডের হারের পর ডি লিট জানিয়েছিলেন, তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো তাকে জুভেন্টাসে যোগ দেয়ার জন্য পরামর্শ দিয়েছেন। তবে এক্ষেত্রে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে বার্সেলোনা। 

ইতিমধ্যেই কাতালান ক্লাবটিতে যোগ দিয়েছেন তার বন্ধু, সাবেক ক্লাব সতীর্থ ও স্বদেশী ফ্র্যাঙ্কি ডি জং। গুঞ্জন বন্ধুর সঙ্গে ব্লু-গ্রানা জার্সি গায়েই মাঠ মাতাতে ইচ্ছুক ডি লিট, ‘অবশ্যই ডি লিটের পাশে খেলতে পারলে আমার ভালো লাগবে। কিন্তু আমি আমার জন্য কোনটা ভালো হবে আমি সেদিকেই নজর রাখছি।’ 

এসএইচএস