• ঢাকা
  • রবিবার, ০৫ মে, ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৬, ২০১৯, ০৮:৩৬ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০১৯, ০৮:৪২ পিএম

ইতিহাস গড়ে বাংলাদেশকে পদক এনে দিলেন রোমান সানা

ইতিহাস গড়ে বাংলাদেশকে পদক এনে দিলেন রোমান সানা

আর্চারির বিশ্ব চ্যাম্পিয়নশিপে রেকর্ড গড়লেন বাংলাদেশের রোমান সানা। ইতিহাস গড়ে টুর্নামেন্টের প্রথম পদক এনে দিলেন  বাংলাদেশকে। রিকার্ভ পুরুষ এককে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশের এই আর্চার।

নেদারল্যান্ডসের সের্টোখোবসে আজ রোববার (১৬ জুন) ব্রোঞ্জ পদকের লড়াইয়ে ইতালির মাউরো নেসপোলিকে ৭-১ সেট পয়েন্টে হারান রোমান সানা।

শুরুর দুই সেট ২৮-২৭, ২৯-২৮ পয়েন্টে জিতে এগিয়ে থাকা রোমান তৃতীয় সেট ড্র করেন ২৯-২৯'এ। শেষ সেট ২৯-২৭ পয়েন্টে জিতে নিয়ে ইতিহাস গড়েন এই আর্চার। 

এর আগে, প্রতিযোগিতার সেমিফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলাদেশের প্রথম আর্চার হিসেবে সরাসরি অলিম্পিকে খেলার সুযোগ করে নেন তিনি। ২০২০ টোকিও অলিম্পিকে কোনো কোটায় নয়, সরাসরিই খেলবেন রোমান সানা। 

এসএইচএস