• ঢাকা
  • সোমবার, ০৬ মে, ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৬, ২০১৯, ০৮:৫৯ পিএম
সর্বশেষ আপডেট : জুন ১৬, ২০১৯, ০৮:৫৯ পিএম

শচীনকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় কোহলি 

শচীনকে ছাড়িয়ে অনন্য উচ্চতায় কোহলি 

একের পর এক রেকর্ড নিজের বগলদাবা করেই চলেছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। আজ রোববার (১৬ জুন) পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের প্রথম পর্বের ম্যাচে আরও একটি রেকর্ড গড়লেন তিনি। ৭৭ রান করে পেছনে ফেললেন স্বদেশী সাবেক ক্রিকেটার শচীন টেন্ডুলকারকে। 

ক্রিকেটের ইশ্বরকে পেছনে ঠেলে দিয়ে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে এখন দ্রুততম ১১ হাজার রানের মালিক কোহলি। মাত্র ২২২ ইনিংস খেলে ক্যারিয়ারে ১১ হাজার রানের মাইলফলক ছুঁলেন ভারত কাপ্তান। 

এর আগে, ১১ হাজার রান করতে শচীনের লেগেছিল ২৭৬ ইনিংস। অর্থাৎ, জীবন্ত কিংবদন্তি শচীনের চেয়ে ৫৪ ইনিংস কম খেলেই এই রান করে ফেলেছেন কোহলি। 

শচীন, কোহলি ছাড়াও ১১ হাজারি রানের ক্লাবে আরও নাম রয়েছে রিকি পন্টিং, সৌরভ গাঙ্গুলি, জ্যাক ক্যালিস, ইনজামাম-উল-হক, কুমার সাঙ্গাকারা, সনাৎ জয়সুরিয়া ও মাহেলা জয়বর্ধনের মতো খ্যাতনামা ক্রিকেটারদের।  

এসএইচএস