• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ১৮, ২০১৯, ০১:০৭ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৮, ২০১৯, ০১:০৭ এএম

সাফল্যের রহস্য নিজে থেকেই তুলে ধরলেন সাকিব

সাফল্যের রহস্য নিজে থেকেই তুলে ধরলেন সাকিব
ম্যাচসেরা হয়ে বীরের বেশেই সংবাদ সম্মেলনে এসেছিলেন সাকিব। ছবি সূত্র: গাজী টিভি

টনটনে বিশ্বকাপে নিজেদের পঞ্চম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অবিস্মরণীয় জয় পেয়েছে বাংলাদেশ। আর বোলিংয়ে শুরুতে ২ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাটিংয়েও অপরাজিত ১২৪ রান করে এই জয়ের একচ্ছত্র নায়ক হলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তর্কাতীতভাবে ম্যাচসেরার পুরষ্কারটিও গেছে 'বাংলাদেশের প্রাণ'এর হাতে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সাকিব বললেন, ৩২১। রান এভাবে ৫১ বল হাতে রেখেই টপকে যাওয়াটা দলের আবহাওয়াই পরিবর্তন করে দেবে। 

এছাড়া হঠাতই ব্যাট হাতে ক্যারিয়ারের সেরা ফর্মে চলে আসার রহস্যও জানালেন সাকিব। ওয়ার্ল্ড নাম্বার ওয়ানের মতে, '৩২২ রান চেস করায় এখন থেকে  ড্রেসিংরুমের আবহে পরিবর্তন আনবে। ব্যাট হাতে সেরা ফর্মে আছি। আগেও ছিলাম। তবে তখন খুব বেশি করা পসিবল হয়নি। এখন হচ্ছে। চোখে এখন বেশ ভালো বল দেখছি। প্রস্তুতি আমাকে অনেক সাহায্য করেছে। আমি এটি বজায় রাখার চেষ্টা করছি। এখন বেশ ভালো অবস্থায় আছি। ' 

এত বড় লক্ষ্য তাড়া করে জয়কে কখনোই তেমন কঠিন মনে হয়নি সাকিবের। বরং মানসিকভাবে প্রচণ্ড শক্তই ছিলেন বলেন জানালেন তিনি, 'এমন ম্যাচ জিততে হলে মাইডসেট খুবই কাজে দেয়। মানসিক শক্তি কাজে দেয়। মানসিকভাবে শক্ত থাকলে তা কাজে আসে। যুদ্ধ আসলে হয় নিজের সাথে। নিজের কাছে হেরে গেলে যুদ্ধে হারেতে হয়। নিজের উপর বিশ্বাস থাকলে যুদ্ধে জেতা যায়। তামিমকে ব্যাট করার সময় বলছিলাম আমরাই ম্যাচ শেষ করতে পারি। আমরা বুঝতে পারছিলাম যে ভালোই মারতে পারছি। নিজেরা অনেক কথা বলেছি। এটাই নিজেরা বলছিলাম যে আমরা শেষ করতে পারব। ' 

এমএইচএস