• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ১৯, ২০১৯, ১১:১৮ এএম
সর্বশেষ আপডেট : জুন ১৯, ২০১৯, ০৩:০৮ পিএম

অবসরের ব্যাপারে কী ভাবছেন মাশরাফী?

অবসরের ব্যাপারে কী ভাবছেন মাশরাফী?

দীর্ঘ প্রায় ছয় বছর যাবত বাংলাদেশ ওয়ানডে ক্রিকেট দলের নেতৃত্বে আছেন মাশরাফি বিন মোর্ত্তজা। এই পুরোটা সময়েই বাংলাদেশ দলটাকে একটু একটু করে এক সূত্রে গেঁথে নেয়ার কাজটি তিনি করে গেছেন দারুণভাবে। এতদিন তাই দেশজুড়ে তার প্রশংসায় পঞ্চমুখ ছিলেন সবাই। 

তবে এবারের বিশ্বকাপে এসে মাশরাফীর পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলছেন অনেকে। তাদের মতে, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল এই অধিনায়কের সময় এসেছে বিদায় বলার, দলে নতুনদের সুযোগ দেয়ার। 

তবে এখনই অবসরের ব্যাপারে কি ভাবছেন মাশরাফী? একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেয়া সাক্ষাৎকারে মাশরাফি বলেছেন, 'এটা আমার শেষ বিশ্বকাপ। তবে আমি কখনো বলিনি এই বিশ্বকাপের পরই খেলা ছেড়ে দেবো। কখনো হাল ছেড়ে হার মেনে নেইনি। স্বপ্নের জন্য লড়াইটা চালিয়ে গেছি। 

সমালোচনার মধ্যেও নিজেকে ঠিকই ঠাণ্ডা রাখছেন ম্যাশ, 'খেলোয়াড়দের জীবনে এ ধরণের পরিস্থিতি আসেই। এগুলো স্বাভাবিকভাবেই নিচ্ছি আমি।' 

এমএইচএস