• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২০, ২০১৯, ০৮:০৩ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২০, ২০১৯, ০৮:০৩ পিএম

সিলেবাসের বাইরের সৌম্য যখন দলের সেরা বোলার! 

সিলেবাসের বাইরের সৌম্য যখন দলের সেরা বোলার! 

অস্ট্রেলিয়ার বিপক্ষে বিশ্বকাপে আজকের ম্যাচে মাঠে নামার আগে ওয়ানডে ক্যারিয়ারে সৌম্য সরকারের উইকেট সংখ্যা ছিল মাত্র ১টি। সেই সৌম্যই আজ অস্ট্রেলিয়ার বিপক্ষে ঝুলিতে ভরেছেন ডেভিড ওয়ার্নার, অ্যারন ফিঞ্চ ও উসমান খাজার মতো ব্যাটসম্যানের উইকেট, ভাবা যায়! 

৮ ওভারে ৫৮ রান খরচ করে আজ ৩ উইকেট পেয়েছেন সৌম্য। তার এনে দেয়া ব্রেক-থ্রুগুলোর কল্যাণেই আজ মান সম্মান বেঁচেছে টাইগার বোলারদের।  

বাংলাদেশ দলে সৌম্য খেলেন পুরোদস্তুর ওপেনিং ব্যাটসম্যান হিসেবে। তামিমে সঙ্গে উদ্বোধনী জুটিতে থিতু হয়ে গেছেন প্রায়। দলের প্রয়োজনে এর আগে বিভিন্ন সময় টুকটাক বোলিং করেছেন সৌম্য। নিদাহাস ট্রফির ফাইনালে বাংলাদেশকে তার বোলিং দিয়ে জয়ের কাছাকাছি নিয়ে গিয়েছিলেন প্রায়। তবুও কখনো সৌম্য সরকারের নামের আগে 'আলরাউন্ডার' তকমাটি সেঁটে দেয়া হয়নি। 

আজ থেকে কি 'ওপেনার' সৌম্য সরকার পরিচিতি পাবেন 'অলরাউন্ডার' সৌম্য সরকার নামে? 

এমএইচএস