• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুন ২২, ২০১৯, ০৩:৫৭ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৩, ২০১৯, ১০:৫৪ এএম

সরফরাজের হাই তোলা নিয়ে কার্টুন!  

সরফরাজের হাই তোলা নিয়ে কার্টুন!  

বিশ্বকাপে ভারতের বিপক্ষে হারের কারণে এখনো তীব্র সমালোচনার শিকার হয়ে চলেছে পাকিস্তান ক্রিকেট দল। ওই ম্যাচে বাজে পারফরম্যান্সের পাশাপাশি উইকেটের পেছনে দাঁড়িয়ে পাকিস্তানি অধিনায়ক সরফরাজ আহমেদের হাই তোলার ঘটনা নিয়েও কম তোলপাড় হয়নি।

সরফরাজের হাই তোলার দৃশ্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যাওয়ার পর তাকে নিয়ে হাস্যরসে মেতে ওঠে নেটিজেনরা। সরফরাজের হাই কাণ্ড নিয়ে মেম, ট্রলে ভরে যায় নেট দুনিয়া, যার রেশ কাটার আগেই তাকে নিয়ে উপস্থাপন করা হয়েছে কার্টুন! 

ভারতের আয়ুর্বেদিক হেলথকেয়ার সংস্থা ডাবর ইন্ডিয়া লিমিটেড সম্প্রতি ফেসবুকে তাদের  অফিসিয়াল পেজে একটি ছবি পোস্ট করেছে। সেখানে দেখা গেছে, ডাবরের একটি কফ সিরাপের পোস্টারে সরফরাজের হাই তোলা ছবির কার্টুন আঁকা হয়েছে।

সরফরাজের হাই তোলা ছবিটির পাশে সিরাপের ছবি দিয়ে লেখা হয়েছে, অসময়ে ঝিমিয়ে পড়লে বড় মাশুল গুণতে হয়। ছবিটির ক্যাপশনে তারা লিখেছে, ডাবরের এই সিরাপ খেলে কখনোই তন্দ্রাভাব আসবে না।

আরআইএস