• ঢাকা
  • শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৪, ২০১৯, ০৫:২৪ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৪, ২০১৯, ০৫:২৫ পিএম

ওয়াহ-গাঙ্গুলীকে ছাপিয়ে অনন্য মাইলফলক ছুঁলেন সাকিব 

ওয়াহ-গাঙ্গুলীকে ছাপিয়ে অনন্য মাইলফলক ছুঁলেন সাকিব 

বাংলাদেশের পক্ষে ক্রিকেট বিশ্বকাপের মঞ্চে সবার আগে এক হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিশ্বকাপে ২৭ ইনিংসে ব্যাট করতে নেমে ৪৫.৫৫ গড়ে এখন পর্যন্ত ১,০০৮ রান সংগ্রহ করেছেন সাকিব। 

বাংলাদেশের পক্ষে এই প্রথম কোনো ব্যাটসম্যান বিশ্বকাপে এক হাজার রান পূর্ণ করলেন। বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ রান সংগ্রহকারীর তালিকায় সাকিব আল হাসান বর্তমানে আছেন ১৭ নম্বরে। আফগানদের বিপক্ষে আজকের ম্যাচেই সাকিব পেছনে ফেললেন কিংবদন্তি ব্যাটসম্যান মার্ক ওয়াহ ও সৌরভ গাঙ্গুলীকে। তাদের দুইজনের বিশ্বকাপে রান যথাক্রমে ১,০০৪ ও ১,০০৬। 

১,০১৩ রান নিয়ে সাকিবের সামনেই আছেন ওয়েস্ট ইন্ডিজের বিশ্বকাপজয়ী অধিনায়ক ভিভ রিচার্ডস। তাকেও হয়তো আজকের ম্যাচেই ছাড়িয়ে যাবেন সাকিব। 

আফগানিস্তানের বিপক্ষে এখনো অপরাজিত থেকে ব্যাট করে যাচ্ছেন সাকিব। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২৫ ওভার শেষে ২ উইকেটে ১৩২ রান। ৪৮ রান নিয়ে সাকিব ও ২৫ রান নিয়ে মুশফিকুর রহিম ক্রিজে অপরাজিত আছেন। 

এমএইচএস