• ঢাকা
  • বৃহস্পতিবার, ০৯ মে, ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুন ২৮, ২০১৯, ০২:২৮ পিএম
সর্বশেষ আপডেট : জুন ২৮, ২০১৯, ০২:২৯ পিএম

বিশ্বকাপের পরেই অবসর নয়, সাফ জানিয়ে দিলেন মাশরাফী

বিশ্বকাপের পরেই অবসর নয়, সাফ জানিয়ে দিলেন মাশরাফী

বাংলাদেশ ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজা তার অবসরের সম্ভবনা উড়িয়ে দিয়ে বলেছেন, এখনই এ ব্যাপারে কিছু ভাবছেন না তিনি। তবে ক্যাপ্টেন ম্যাশ আবারও মনে করিয়ে দিলেন, এবারের বিশ্বকাপটাই হতে যাচ্ছে তার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ।   

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোকে ৩৫ বছর বয়সী মাশরাফী বলেছেন, 'এটা অবশ্যই আমার শেষ বিশ্বকাপ, তবে এই টুর্নামেন্টের পরেই অবসরে যাচ্ছি না আমি। এখনই আমি এই ব্যাপারটি নিয়ে ভাবতে চাইছি না; বিশেষ করে টুর্নামেন্ট যখন এগিয়ে চলছে। মানুষ এই সময়টাতে বেশ আবেগী হয়ে পড়ে।' 

তবে বোর্ডের যেকোনো সিদ্ধান্তই শ্রদ্ধার সঙ্গে মেনে নিতে প্রস্তুত মাশরাফী। তিনি বলেন, 'কিন্তু বোর্ড থেকে কোনো নির্দেশনা এলে আমি অবশ্যই অবসরের কথা ভেবে দেখব।'  

এ বছরই জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ আসন থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন মাশরাফী। কখনোই ওয়ানডে থেকে অবসরের ইঙ্গিত না দিলেও তার রাজনীতিতে যোগ দেয়া ও সক্রিয় অংশগ্রহণের কারণে অনেকেই ধারণা করেছিলেন, বিশ্বকাপের পরই হয়তো ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে যাচ্ছেন ম্যাশ। বহুদিন যাবত হাঁটুর ইনজুরি নিয়ে খেলা মাশরাফী যদিও সাফ জানিয়ে দিলেন, অবসর নেয়ার কথা এখনই ভাবনায় নেই তার। 

বিশ্বকাপে এখনো সেমিফাইনালের আশা ভালোভাবেই বেঁচে আছে টাইগারদের। আপাতত সেদিকেই সব দৃষ্টি নিবদ্ধ রেখেছেন বলে জানালেন মাশরাফী। ২ জুলাই বার্মিংহ্যামে ভারতের বিপক্ষে ও ৫ জুলাই লর্ডসে পাকিস্তানের বিপক্ষে বিশ্বকাপের রাউন্ড রবিন লীগের শেষ দুই ম্যাচ খেলবে বাংলাদেশ। 

এমএইচএস