• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৪, ২০১৯, ০৮:৩১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৪, ২০১৯, ০৮:৩৪ এএম

৪৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে পেরু 

৪৪ বছর পর কোপা আমেরিকার ফাইনালে পেরু 
কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে পেরু।

কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে টানা দুইবারের চ্যাম্পিয়ন চিলিকে ৩-০ গোলে হারিয়ে দীর্ঘ ৪৪ বছর পর ফাইনালে উঠেছে পেরু। ফাইনালে পেরু স্বাগতিক ব্রাজিলের মুখোমুখি হবে।

বৃহস্পতিবার (৪ জুলাই) পোর্তো আলেগ্রেতে অনুষ্ঠিত ম্যাচের প্রথমার্ধেই দুই গোল দিয়ে বসে পেরু। ম্যাচের ২১ মিনিটে মিডফিল্ডার আন্দ্রে ক্যারিলোর পাসে বল পেয়ে গোলপোস্টের ৬ গজ দূরত্ব থেকে বাঁ পায়ের কিকে লক্ষ্যভেদ করে পেরুকে লিড এনে দেন এডিসন ফ্লোরেস।

৩৮ মিনিটের মাথায় আবারো পেরুর গোলে অবদান রাখেন ক্যারিলো। তার পাসে বল পেয়ে ডান প্রান্ত থেকে বাঁ পায়ের শটে ব্যবধান দ্বিগুণ করেন ইয়োসিমার ইয়োতিন। 

নির্ধারিত সময় শেষের পর ইনজুরি সময়ের প্রথম মিনিটে রেনাতো তাপিয়ার বাড়ানো বল আদায় করে ৬ গজ দূরত্ব থেকে ডান পায়ের শটে পাওলো গুয়েরেরো গোল করে চিলির কফিনে শেষ পেরেক ঠুকে দেন। অতিরিক্ত সময়ের চতুর্থ মিনিটে চিলি পেনাল্টি পেলেও ভিএআরের কারণে তা বাতিল হয়ে গেলে বর্তমান চ্যাম্পিয়নদের খালি হাতেই মাঠ ছাড়তে হয়।

আরআইএস