• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৬, ২০১৯, ১০:২০ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৬, ২০১৯, ১০:২০ এএম

মৌসুমের প্রথম রিয়াল-বার্সা দ্বৈরথ অক্টোবরে 

মৌসুমের প্রথম রিয়াল-বার্সা দ্বৈরথ অক্টোবরে 

বৃহস্পতিবার (৪ জুলাই) স্প্যানিশ লা-লীগা কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে জানিয়েছে, এবারের স্প্যানিশ লীগ মাঠে গড়াবে ১৮ আগস্ট। উদ্বোধনী দিনেই মাঠে নামবে ২০টি ক্লাব। সেদিন রিয়াল মাদ্রিদ খেলবে সেল্টা ভিগোর বিপক্ষে, আর ফুটবল ক্লাব বার্সেলোনার প্রতিপক্ষ অ্যাথলেটিক বিলবাও। 

অন্যদিকে এবারের মৌসুমের প্রথম এল ক্লাসিকো অনুষ্ঠিত হবে বার্সার মাঠ ন্যু ক্যাম্পে। ২৭ অক্টোবর রিয়াল মাদ্রিদকে আতিথ্য দেবে বার্সেলোনা। আর ১ মার্চ সান্টিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকোর পরবর্তী পর্ব অনুষ্ঠিত হবে। 

২৯ সেপ্টেম্বর প্রথম মাদ্রিদ ডার্বিতে মাঠে নামবে রিয়াল ও অ্যাটলেটিকো মাদ্রিদ। পরের লেগ অনুষ্ঠিত হবে ২ ফেব্রুয়ারি। 

বিগত মৌসুমটা একেবারেই ভালো কাটেনি রিয়াল মাদ্রিদের জন্য। তিন তিনবার কোচ পরিবর্তনেও কাঙ্ক্ষিত কোনো শিরোপাই ধরা দেয়নি গ্যালাক্টিকোসদের হাতে। অন্যদিকে লীগ শিরোপা জিতলেও চ্যাম্পিয়নস লীগ ও স্প্যানিশ কাপে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা। দুই দলই তাই এবার লক্ষ্য পূরণে জোরেশোরেই নামছে প্লেয়ার ট্রান্সফারের মধ্য দিয়ে।  

এমএইচএস 
 

আরও পড়ুন