• ঢাকা
  • রবিবার, ১৯ মে, ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৭, ২০১৯, ১১:০৪ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৭, ২০১৯, ১২:২২ পিএম

দেশবাসীকে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন আবেগী সাকিব 

দেশবাসীকে ফেসবুক স্ট্যাটাসে যা বললেন আবেগী সাকিব 
সাকিব আল হাসান। ফাইল ফটো

বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ দল সমর্থকদের চাহিদা পূরণ করে না পারলেও ব্যাট-বল হাতে সবার সবার প্রত্যাশাকেই ছাড়িয়ে গেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আট ম্যাচে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে ১১ উইকেট পাওয়া সাকিবকে নিয়ে এখনো বিশ্ব মিডিয়ায় বন্দনার জোয়ার বয়ে যাচ্ছে। 

দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ এবং আফগানিস্তানের বিপক্ষে জয় পাওয়া বাংলাদেশ দলের নায়ক ছিলেন সাকিব। তিন খেলাতেই ম্যাচ সেরার পুরস্কার পেয়েছেন সুপার-৭৫। বিশ্বকাপ মিশন শেষে সাকিব নিজে জানিয়েছেন তার নিজের অনুভূতির কথা।

শনিবার (৬ জুলাই) বাংলাদেশ সময় রাত ১১টা ২৯ মিনিটে নিজের ফেরিফাইড ফেসবুক পেজে দেশবাসীর জন্য আবেগঘন এক স্ট্যাটাস দেন সাকিব। দৈনিক জাগরণের পাঠকদের জন্য তা হুবহু তুলে ধরা হলো-

‘জয়, পরাজয় কিংবা লড়াই- সব কিছুই আমরা কাঁধে কাঁধ মিলিয়েই করি। দল যখন ভালো করেনা ব্যক্তিগত অর্জনের মূল্য তখন কমে যায় অনেকটাই। বিশ্বকাপ জুড়ে দলের জন্য নিজের সর্বোচ্চটা দিতে পেরে নিজেকে ভাগ্যবান মনে করছি। ভালোবাসা ও দারুণ সমর্থন দিয়ে যারাই আমার পাশে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। কোটি হৃদয়ের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে না পারায় স্বভাবতই হতাশ আমরা।’ 

‘তবে মনে রাখবেন আপনাদের স্বপ্নটাই আমাদের স্বপ্ন, আমরা নিজেদের সেরাটা দিয়ে জাতিকে গর্বের উপলক্ষ এনে দেয়ার চেষ্টা করেছি। কথা দিচ্ছি, জয়ের জন্য ভবিষ্যতেও আমাদের চেষ্টা থাকবে অব্যাহত। আশা করছি দারুণ পারফর্ম্যান্সে স্বপ্ন সত্যি করে সেদিন ঠিকই লক্ষ্যে পৌঁছাতে পারবো আমরা।’  

‘এমন দারুণ একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য আইসিসির সঙ্গে ধন্যবাদ দিতে চাই ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডকেও। একবারও আমাদের মনে হয়নি আমরা বিদেশে রয়েছি।’ 

‘সুসময় কিংবা দুঃসময়ে যেসকল ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের পাশে পাই আমরা, তাদেরকে আরও একবার ধন্যবাদ দিয়ে শেষ করছি।’ 

‘সবাই ভালো থাকবেন, সবার জন্য ভালোবাসা- সাকিব’  

আরআইএস 
 

আরও পড়ুন