• ঢাকা
  • শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: জুলাই ১১, ২০১৯, ০৯:২১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১১, ২০১৯, ০৯:৩০ পিএম

ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক 

ম্যাকগ্রার রেকর্ড ভেঙে দিলেন স্টার্ক 

এক বিশ্বকাপে এতদিন পর্যন্ত সর্বোচ্চ উইকেট নেয়ার রেকর্ড ছিল গ্লেন ম্যাকগ্রার। অস্ট্রেলিয়ার সাবেক এই কিংবদন্তি পেসার ২০০৭ ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে ১১ ম্যাচ খেলে নেন ২৬ উইকেট।

কিন্তু এবারের ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস বিশ্বকাপে ম্যাকগ্রার অনবদ্য এই রেকর্ড ভেঙে দিলেন তারই স্বদেশী পেসার মিচেল স্টার্ক। ইংল্যান্ডের বিপক্ষে টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনালে জনি বেয়ারস্টোর উইকেট তুলে নিয়ে নিয়ে স্টার্কই এখন এক বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট (২৭) নেয়ার মালিক। 

আজ (বৃহস্পতিবার) বার্মিংহ্যামে ইংল্যান্ডের বিপক্ষে লড়তে নামার আগেই ম্যাকগ্রাকে পেছনে ফেলার দ্বারপ্রান্তে দাঁড়িয়ে ছিলেন স্টার্ক। ৯ ম্যাচে ২৬ উইকেট ছিল তার।

ইনিংসের ১৮তম ওভারের চতুর্থ বলে বেয়ারস্টোকে আউট করে অজিদের ব্রেক-থ্রু দেন এই বাঁহাতি। সেই সঙ্গে রেকর্ড বুকেও নিজের নাম স্বর্ণাক্ষরে লিখিয়ে নেন স্টার্ক। 

এসএইচএস