• ঢাকা
  • শুক্রবার, ০৩ মে, ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ১১:১৮ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ১১:১৮ এএম

স্পন্সর হারাচ্ছে ভারত 

স্পন্সর হারাচ্ছে ভারত 
বিশ্বকাপের ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় ভারতীয় দলের ওপর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে স্পনসররা।

হট ফেবারিটের তকমা গায়ে লাগিয়েই ২০১৯ ক্রিকেট বিশ্বকাপ খেলতে ইংল্যান্ডে গিয়েছিল ভারত। রাউন্ড রবিন লীগের পয়েন্ট তালিকায় সবার উপরে থেকে সেমিফাইনালে প্রবেশ করলেও নিউজিল্যান্ডের বিপক্ষে ১৮ রানের পরাজয়ে আর ফাইনালে ওঠা হয়নি তাদের। ২০১১'র চ্যাম্পিয়নরা এরপর টানা দুই আসরে বিদায় নিলো সেমিফাইনাল থেকে। 

এদিকে, ভারত ফাইনালে উঠতে ব্যর্থ হওয়ায় প্রায় ১৫ কোটি রুপি ক্ষতির মুখে পড়েছে বিশ্বকাপের সম্প্রচার সত্ত্ব পাওয়া ভারতের টিভি চ্যানেল স্টার স্পোর্টস।
 
এবার ভারতীয় দলের সঙ্গে চুক্তি বাতিলের পথে হাঁটছে স্মার্টফোন ব্র্যান্ড অপ্পো। ভারতের মতো শক্তিশালী দল ফাইনালে না উঠতে পারায় আর তাদের সঙ্গে চুক্তি রাখতে চাইছে না চীনা এই ব্র্যান্ডটি। ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজের খবরে এমনটি বলা হয়েছে। 

২০১৭ সালে ভারতীয় ক্রিকেট দলের স্পনসর হিসেবে বিসিসিআইয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয় বিবিকে ইন্ড্রাস্টির মালিকানাধীন সংস্থা অপ্পো। 

এমএইচএস