• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: জুলাই ১৬, ২০১৯, ০৯:৫০ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ১৬, ২০১৯, ০৯:৫০ পিএম

সাকিবের ধারের কাছেও নেই ফাইনালের নায়ক স্টোকস

সাকিবের ধারের কাছেও নেই ফাইনালের নায়ক স্টোকস
বিশ্বকাপের পারফরম্যান্সে সাকিব আল হাসানের ধারের কাছেও নেই বেন স্টোকস ।

বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান বিশ্বকাপ শুরুর আগে আইসিসি ওয়ানডে র‌্যাংকিংয়ে শীর্ষ অলরাউন্ডার ছিলেন। বিশ্বকাপ শেষে দেখা যাচ্ছে নিজের অবস্থানে সাকিব নিজের অবস্থান আরও মজবুত করেছেন। ইংল্যান্ডের বেন স্টোকস অলরাউন্ডার র‍্যাংকিংয়ের দ্বিতীয় স্থানে থাকলেও রেটিং পয়েন্টে সাকিবের ধারের কাছেও নেই।

সোমবার (১৫ জুলাই) ওয়ানডে অলরাউন্ডার র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। সেখানে দেখা যাচ্ছে, ৪০৬ রেটিং পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছেন সাকিব। ৩১৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছেন বিশ্বকাপ জয়ী ইংল্যান্ড দলের সদস্য বেন স্টোকস। সাকিবের সঙ্গে স্টোকসের রেটিং পয়েন্টের পার্থক্য ৮৭।

সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ম্যান অব দ্য ফাইনাল স্টোকসের চেয়ে সাকিবের এগিয়ে থাকার ঘটনার এখানেই শেষ নয়। ইংল্যান্ডের মাটিতে অনুষ্ঠিত বিশ্বকাপের দ্বাদশ আসরে ৮ ম্যাচে ৮৬.৫৭ গড়ে ৯৬.০৩ স্ট্রাইক রেটে ২ সেঞ্চুরি এবং ৫টি হাফ সেঞ্চুরিসহ ৬০৬ রান করেছেন মি.অলরাউন্ডার। অপরদিকে, ১১ ম্যাচে ৬৬.৪২ গড়ে ৯৩.১৮ স্ট্রাইকে ৫টি হাফ সেঞ্চুরিসহ স্টোকস করেছেন ৪৬৫ রান। সাকিব মোট চার মেরেছেন ৬০টি, স্টোকস মেরেছেন ৩৮টি। তবে ছক্কা হাঁকানোতে সাকিবের চেয়ে এগিয়ে আছেন স্টোকস। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডার ছক্কা মেরেছেন ২টি, বিপরীতে স্টোকস মেরেছেন ১১টি।

বল হাতেও কম সফল নন টাইগার অলরাউন্ডার সাকিব। ৮ ম্যাচে পেয়েছেন ১১টা উইকেট। গুরুত্বপূর্ণ সব উইকেট নিয়ে বাংলাদেশের দিকে ম্যাচ ঘুরিয়ে দিয়েছেন একাধিকবার। অথচ ১১ ম্যাচ খেলা ইংলিশ অলরাউন্ডার পেয়েছেন ৭ উইকেট। 

আরআইএস 
 

আরও পড়ুন