• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৪, ২০১৯, ০৪:৪৫ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৪, ২০১৯, ০৪:৪৫ পিএম

বাংলাদেশ নয়, এশিয়া একাদশের বিপক্ষে খেলবে বিশ্ব একাদশ! 

বাংলাদেশ নয়, এশিয়া একাদশের বিপক্ষে খেলবে বিশ্ব একাদশ! 

আগামী বছর জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীকে 'মুজিববর্ষ' হিসেবে ঘোষণা করা হয়েছে আগেই। মুজিববর্ষ উপলক্ষ্যে উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে নানা আয়োজন করতে যাচ্ছে সরকার। আর এ উপলক্ষ্যে নামীদামী ক্রীড়া তারকাদের পসরা বসতে যাচ্ছে বাংলাদেশে। 

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন গত ৯ মে জানিয়েছিলেন, সবকিছু ঠিক থাকলে আগামী বছরের ১৯ ও ২০ মার্চ বাংলাদেশ ও বিশ্ব একাদশের মধ্যে দুটি টি-২০ ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হবে।  

পাপন সেদিন বলেছিলেন, ক্রিকেটের জন্য আমরা এমন বড় একটা কিছু করার চেষ্টা করছি, যা সারা বিশ্বের ক্রিকেট অনুরাগী দর্শকরা একসঙ্গে বসে উপভোগ করতে পারে। 

তবে আজ (২৪ জুলাই) বিসিবি সভাপতি বললেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আগামী বছর ১৮ ও ২১ মার্চের মধ্যে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি-২০ ক্রিকেট ম্যাচ আয়োজিত হবে। অর্থাৎ, বাংলাদেশ নয়, বিশ্ব একাদশের বিপক্ষে খেলবে এশিয়া একাদশ।  

তবে বাংলাদেশ নাকি এশিয়া একাদশ, কারা মুজিববর্ষের ম্যাচ দুইটি খেলবে তা নিয়ে ধোঁয়াশা থাকলেও ওই দুটি ম্যাচই পাচ্ছে আন্তর্জাতিক টি-২০ ম্যাচের মর্যাদা।  

এমএইচএস  

আরও পড়ুন