• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৪:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০১৯, ০৪:৫৩ পিএম

বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকে গেছে : সুজন

বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকে গেছে : সুজন
খালেদ মাহমুদ সুজন। ফাইল ফটো

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে শোচনীয় পরাজয় বরণ করে নেয়া বাংলাদেশের দেয়ালে পিঠ ঠেকে গেছে বলে মন্তব্য করেছেন দলটির অন্তবর্তীকালীন হেড কোচ খালেদ মাহমুদ।

শনিবার (২৭ জুলাই) গণমাধ্যমকে তিনি বলেন, টপ অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা আর ফিল্ডিংয়ের দৈন্যতা টিম বাংলাদেশকে সবচেয়ে বেশি ভোগাচ্ছে।

যদিও রোববার (২৮ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে অনুষ্ঠেয় দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টাইগারদের ঘুরে দাঁড়ানোর সামর্থ্য আছে বলেও মনে করেন সুজন।

দ্বিতীয় ওয়ানডের আগে দলের প্রস্তুতি প্রসঙ্গে বাংলাদেশ দলের অন্তবর্তীকালীন হেড কোচ বলেন, আগের দিনের ম্যাচের ধকল আর অতিরিক্ত গরমের কারণে শনিবার ক্রিকেটাররা বিশ্রামে ছিল। সামনে থেকে নেতৃত্ব দেয়ার লক্ষ্যে ব্যক্তিগত অনুশীলন করেছেন তামিম ইকবাল। 

ছন্দহীন বোলিং, বাজে ফিল্ডিং এবং হতশ্রী ব্যাটিং পারফরম্যান্স টিম ম্যানেজমেন্টের ভেতরে দুশ্চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে। এরপরেও পরের ম্যাচে আগের একাদশকে খেলানোর পক্ষেই নিজের অবস্থানের কথা জানিয়েছেন সুজন। 

আরআইএস 
 

আরও পড়ুন