• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ২৭, ২০১৯, ০৭:২১ পিএম
সর্বশেষ আপডেট : জুলাই ২৭, ২০১৯, ০৭:২১ পিএম

নান্নু-বাশারের সঙ্গে চুক্তি নবায়ন

নান্নু-বাশারের সঙ্গে চুক্তি নবায়ন
মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমন। ফটো : সংগৃহীত

বিশ্বকাপে ব্যর্থতার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচকের পদ থেকে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনকে ছাঁটাই করা হতে পারে বলে খবর বের হয়েছিল। 

যদিও গত ২৪ জুলাই বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বলেছিলেন, নির্বাচকদের কাজে সন্তুষ্ট বিসিবি। তবে তাদের মেয়াদ বাড়ানো হবে কি না, সে ব্যাপারে আগামী ২৭ জুলাই হতে যাওয়া বোর্ড সভায় সিদ্ধান্ত নেয়া হবে।

শেষ পর্যন্ত বোর্ড সভাপতির কথা অনুযায়ী শনিবার (২৭ জুলাই) বিসিবির বোর্ড সভার সিদ্ধান্ত নেয়া হয় যে, নির্বাচক হিসেবে মিনহাজুল আবেদিন নান্নু ও হাবিবুল বাশার সুমনের চুক্তি নবায়ন করা হয়েছে। এর ফলে প্রধান কোচ স্টিভ রোডস, দুই বোলিং কোচ কোর্টলি ওয়ালস ও সুনীল যোশির পথে তাদের হাঁটতে হলো না। 

যদিও বিসিবির একটি সূত্র আগে নিশ্চিত করেছিল বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা নান্নু ও বাশারের সঙ্গে নতুন চুক্তি করতে নারাজ। বিসিবির চুক্তির মেয়াদ বাড়াবে না বলেই শ্রীলঙ্কা সফরে যাওয়ার কথা থাকলেও নান্নু সেখানে আর যাচ্ছেন না। মূলত জাতীয় দলের পাশাপাশি ঘরের মাঠে আফগানিস্তানের কাছে ‘এ’ দলের ব্যর্থতা বেশ চিন্তায় ফেলেছে বিসিবিকে। 

আরআইএস 
 

আরও পড়ুন