• ঢাকা
  • শনিবার, ১৮ মে, ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: জুলাই ৩০, ২০১৯, ০৮:৪১ এএম
সর্বশেষ আপডেট : জুলাই ৩০, ২০১৯, ০৮:৪৪ এএম

রোনালদোকে না খেলানোয় জুভেন্টাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি

রোনালদোকে না খেলানোয় জুভেন্টাসের বিরুদ্ধে আইনি পদক্ষেপের হুমকি
ক্রিশ্চিয়ানো রোনালদো । ফটো : সংগৃহীত

কে লীগ অল স্টারের বিপক্ষে ক্রিশ্চিয়ানো রোনালদোকে না খেলানোয় জুভেন্টাসের কাছে ক্ষতিপূরণ দাবি করেছে কে লীগ কর্তৃপক্ষ। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার হুমকি দেয়া হয়েছে।

গত শুক্রবার (২৬ জুলাই) অনুষ্ঠিত সেই প্রীতি ম্যাচে কে লীগ অল স্টারের সঙ্গে ৩-৩ গোলে ড্র করেছিল তুরিনের বুড়িরা। সেই ম্যাচে রোনালদোকে মাঠে না নামানোয় দক্ষিণ কোরিয়ার আয়োজকরা রীতিমতো ক্ষুব্ধ হয়েছে। 

চুক্তি অনুযায়ী, কে লীগ অল স্টারের বিপক্ষে জুভেন্টাসের জার্সি গায়ে সিআর সেভেনের কমপক্ষে ৪৫ মিনিট মাঠে থাকার কথা ছিল। কিন্তু ভ্রমনক্লান্তি আর অসুস্থতার কারণে সেই ম্যাচে সাইড বেঞ্চে বসেই তিনি কাটিয়ে দেন। 

পরে রোনালদো না খেলায় স্টেডিয়ামে আসা সমর্থকদের কাছে আনুষ্ঠানিকভাবে ক্ষমা চেয়ে নেন আয়োজকরা। তবে জুভেন্টাসকে তারা ছাড় দিতে নারাজ। তাদের একটাই কথা, হয় ক্ষতিপূরণ দাও না হলে চুক্তির বরখেলাপ করায় আইনি লড়াইয়ে নেমে যাও। 

আরআইএস