• ঢাকা
  • শনিবার, ১১ মে, ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ১, ২০১৯, ০৮:৫৪ এএম
সর্বশেষ আপডেট : আগস্ট ১, ২০১৯, ০৮:৫৪ এএম

নেতিবাচক দিক অনেক আছে : তামিম 

নেতিবাচক দিক অনেক আছে : তামিম 
নিজের ও দলের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন তামিম ইকবাল। ফটো : এপি

শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হওয়ার পর বাংলাদেশ দলের ভারপ্রাপ্ত অধিনায়ক তামিম ইকবাল নিজের ও দলের ব্যর্থতা স্বীকার করে নিয়েছেন।

ম্যাচ শেষে তামিম বলেন, আমার নিজের পারফরম্যান্স থেকে শুরু করে দলের পারফরম্যান্স, নেতিবাচক দিক অনেক আছে। আমাদের শক্ত হাতে হাল ধরতে হবে এবং ঘুরে দাঁড়াতে হবে।

তামিম বলেন, প্রথম দিন থেকে আমি বলছি দায়িত্ব নেয়া দলের জন্য গুরুত্বপূর্ণ হবে। আমি ১২ বছর ধরে খেলছি, অন্যরাও দীর্ঘদিন ধরে খেলছে। হতাশার ব্যাপার হলো, দলের প্রয়োজনের সময় আমরা দায়িত্ব নিতে পারছি না। এসব নিয়ে আমাদের ভাবতে হবে এবং ভালোভাবে ঘুরে দাঁড়াতে হবে।

স্পিনার তাইজুল ইসলামের প্রশংসা করে টাইগারদের ভারপ্রাপ্ত অধিনায়ক বলেন, তাইজুলের পারফরম্যান্স ছিল সত্যিকারের ইতিবাচক দিক, সবশেষ দুই ম্যাচে যেভাবে বোলিং করেছে, তা খুব প্রয়োজনীয় ছিল। 

আরআইএস 
 

আরও পড়ুন