• ঢাকা
  • বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: আগস্ট ২৩, ২০১৯, ০৩:২৪ পিএম
সর্বশেষ আপডেট : আগস্ট ২৩, ২০১৯, ০৩:৩৮ পিএম

সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেল বাংলাদেশ

সাফ চ্যাম্পিয়নশিপে দারুণ জয় পেল বাংলাদেশ
বাংলাদেশ অনূর্ধ্ব ১৫ ফুটবল দল। ফটো : বাফুফে

অনূর্ধ্ব-১৫ সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানের বিপক্ষে ৫-২ গোলের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (২৩ আগস্ট) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টায় ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণিতে অনুষ্ঠিত ম্যাচে বেশ দাপট দেখিয়ে জয় ছিনিয়ে এনেছে লাল-সবুজের দল।

ম্যাচের ১৫ মিনিটে বাংলাদেশকে এগিয়ে দেয় মিরাদ। ২ মিনিট পরেই অবশ্য ম্যাচে ফিরে এসেছে ভুটান। মিনিট চার পর গোলমুখে জটলা থেকে গোল করে বাংলাদেশকে আবারো এগিয়ে নেন রহমান। 

৩২ মিনিটে গোলরক্ষকের ক্ষমার অযোগ্য এক ভুলে সমতায় ফেরে ভুটান। শট নিতে গিয়ে প্রতিপক্ষের স্ট্রাইকার চুজাংইয়ের পায়ে সরাসরি বল তুলে দিয়েছিল গোলরক্ষক সাব্বির। আর তাতেই ভুটান গোল পেয়ে যায়। প্রথমার্ধের একদম শেষ মুহূর্তে সরকারের নিখুঁত ৩-২ বুবধানে গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় বাংলাদেশ।

দ্বিতীয়ার্ধে বাংলাদেশেরই প্রাধান্য ছিল বেশি। তাদের হয়ে চতুর্থ গোলটি করে ব্যবধান বাড়িয়েছেন মিরাদ। গোলটা মিরাদের হলেও পুরো কৃতিত্ব আরিফের। মাঠের বাঁ প্রান্তে তাঁর প্রেসিংয়েই প্রথমে বল হারিয়েছিল ভুটান। সেটা এক পা ঘুরে আরিফের পায়ে আসতেই বাঁ পায়ের কিকে প্রতিপক্ষ ডিফেন্ডারদের বোকা বানিয়ে ডি বক্সে ঢুকে পড়েন। আলামিনের পা ঘুরে আসা বলে পা ছুঁয়ে দিয়ে মিরাদ লক্ষ্যভেদ করেন। ইনজুরি সময়ে ডি বক্সের বাইরে পাওয়া ফ্রি কিক থেকে দুর্দান্ত এক গোল করেন বদলি নামা বাবু। 

আগামী রোববার (২৫ আগস্ট) বাংলাদেশের কিশোররা শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে। এরপর ২৭ আগস্ট নেপাল এবং ২৯ আগস্ট স্বাগতিক ভারতের মুখোমুখি হবে তারা। লীগ ভিত্তিতে সর্বোচ্চ পয়েন্ট পাওয়া দুই দল ফাইনালে খেলবে। আগামী ৩১ আগস্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে।

আরআইএস