• ঢাকা
  • শুক্রবার, ১৭ মে, ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০১৯, ০৫:২৩ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১, ২০১৯, ০৫:২৩ পিএম

কেমন হবে চট্টগ্রামের উইকেট, জানালেন নবী

কেমন হবে চট্টগ্রামের উইকেট, জানালেন নবী
জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মোহাম্মদ নবী। ফটো : ডিবিসি নিউজ

বাংলাদেশের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার জন্য এখন চট্টগ্রামে অবস্থান করছে আফগানিস্তান ক্রিকেট দল। জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগামী ৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টের আগে আফগানরা নিজেদের প্রস্তুতি সেরে নিচ্ছেন। 

রোববার (১ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে প্রথম দিনের মতো অনুশীলন করেছে আফগানরা। অনুশীলনের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন সফরকারী দলের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবী।

বিপিএল খেলার সুবাদে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট সম্পর্কে নবীর ভালো ধারণাই আছে। তাই নিজে থেকেই জানালেন ম্যাচের সময় কেমন হতে পারে উইকেটের আচরণ।

মোহাম্মদ নবী বলেন, চট্টগ্রামের উইকেট বরাবরই ব্যাটিং বান্ধব। এবার মনে হচ্ছে এই উইকেটে পেসাররা খুব বেশি বাউন্স পাবে না। তাই আমাদের স্পিনার আর ব্যাটসম্যানদের উপর ভরসা করতে হচ্ছে।

বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ম্যাচে নামতে যাচ্ছে আফগানরা। তাদের স্পিন আক্রমণ বিশ্বমানের হলেও ব্যাটিং লাইনআপের ঘাটতির কথা মোহাম্মদ নবীর ভালোই জানা আছে। বিষয়টি স্বীকার করে তিনি বলেন, আমাদের ব্যাটিং এখনো খুব একটা ভালো না। তবে বোলিং লাইন শক্তিশালী বলেই আমাদের বিশ্বাস।

চট্টগ্রামের কন্ডিশন কাজে লাগানোর ব্যাপারে আশাবাদী আফগান অলরাউন্ডার বলেন, গত ৫-৬ বছর ধরে আমাদের খেলোয়াড়রা বাংলাদেশে আসছে। কন্ডিশনটা বেশ চেনা। যদিও এর আগে এখানে আমরা শুধু টি-টুয়েন্টি খেলেছি, যেটা টেস্টের চেয়ে একেবারে আলাদা।

সূত্র : ডিবিসি নিউজ 

আরআইএস 
 

আরও পড়ুন