• ঢাকা
  • মঙ্গলবার, ৩০ এপ্রিল, ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০১৯, ১০:০৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ৬, ২০১৯, ১০:০৬ পিএম

চার বলে চার উইকেট মালিঙ্গার

চার বলে চার উইকেট মালিঙ্গার

বয়স ৩৬ হয়ে গেছে। তবুও যেন একটুও ধার কমেনি লাসিথ মালিঙ্গার। শুক্রবার নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টুয়েন্টি খেলতে নামে শ্রীলঙ্কা। যেখানে অবিশ্বাস্য বোলিং করেছেন এই পেস কিংবদন্তি। 

হ্যাট্টিক তো বটেই মালিঙ্গা চার বল থেকে তুলে নিয়েছেন চার কিউই ব্যাটসম্যানকে। প্রথমে ব্যাটিং করে নিউজিল্যান্ডের সামনে ১২৬ রানের লক্ষ্য দাঁড় করায় শ্রীলঙ্কা। 

জবাব দিতে নেমে মালিঙ্গার তোপের মুখে পড়েন কিউই ব্যাটসম্যানরা। চার বল থেকেই চার উইকেট তুলে নেন তিনি। শুরুটা করেন উদ্বোধনী ব্যাটসম্যান কলিন মুনরোকে দিয়ে। নিউজিল্যান্ডের ১৫ রানের মাথায় তাকে বোল্ট করেন মালিঙ্গা। 

এরপর একে একে টানা তিন বল থেকে তুলে নেন রাদারফোর্ড, কলিন ডি গ্র্যান্ডহোম ও রস টেইলরের উইকেট। আর এর মাধ্যমে টি-টুয়েন্টি ক্রিকেটে একশ উইকেটের মালিক হন মালিঙ্গা সঙ্গে গড়েন নতুন এক ইতিহাস। প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই একশ এর বেশি উইকেট নেওয়ার কৃতিত্ব দেখিয়েছেন লঙ্কান এই পেস কিংবদন্তি।

এমএইচবি