• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৮:৩৫ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৫, ২০১৯, ০৮:৩৫ এএম

বার্সেলোনার দুর্দান্ত জয়

বার্সেলোনার দুর্দান্ত জয়

লা লিগায় লুইস সুয়ারেজের জোড়া গোল এবং আনসু ফাতি, ফ্রেংকি ডি জং এবং জেরার্ড পিকের এক গোলের সুবাদে ভ্যালেন্সিয়ার বিপক্ষে ৫-২ গোলের দুর্দান্ত জয় তুলে নিয়েছে বার্সেলোনা।

শনিবার (১৪ সেপ্টেম্বর) রাতে ন্যু ক্যাম্পে অনুষ্ঠিত ম্যাচের দ্বিতীয় মিনিটেই ডি জংয়ের পাসে বল পেয়ে ডি বক্সের ভেতর থেকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করে মাত্র ১৬ বছর বয়সে লা লিগায় বার্সেলোনার হয়ে সর্বকনিষ্ঠ গোলদাতা হিসেবে নিজের নাম লেখান। 

ম্যাচের ৭ মিনিটেই ফাতির দারুণ পাসে বল নিয়ে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন ডি জং। নিজের প্রথম গোল করার পর দ্বিতীয় গোলে ভূমিকা রাখায় একবিংশ শতাব্দীর সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে (১৬ বছর ৩১৮ দিন) লা লিগার কোনো ম্যাচে গোল করলেন ও করালেন ফাতি।

এরপর ২৭ মিনিটের মাথায় রদ্রিগো মোরেনোর পাসে বল পেয়ে কোনাকুনি শটে কেভিন গামেইরো ভ্যালেন্সিয়ার হয়ে একটি গোল শোধ করেন। 

বিরতির পর ম্যাচের ৫১ মিনিটে গ্রিজম্যানের শট প্রতিহত হলেও ফিরতি বলে বল জালে জড়িয়ে দেন পিকে। ৬০ মিনিটে ফাতির বদলি হিসেবে নামা সুয়ারেজ পরের মিনিটেই আর্থারের পাসে বল নিয়ে ডি-বক্সের বাইরে থেকে ডান পায়ের কিকে লক্ষ্যভেদ করেন। ৮২ মিনিটে আবারো গোলের দেখা পান সুয়ারেজ। 

ম্যাচের শেষদিকে ইনজুরি সময়ের দ্বিতীয় মিনিটে মাক্সি গোমেস ভ্যালেন্সিয়ার হয়ে দ্বিতীয় গোলটি করেন। চার ম্যাচে ২ জয় ও ১ ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে বার্সেলোনা।

আরআইএস 

আরও পড়ুন