• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৮:৩২ এএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ১৯, ২০১৯, ০৮:৩৩ এএম

টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশ

টি-টুয়েন্টি সিরিজের ফাইনালে বাংলাদেশ
বাংলাদেশ দলের হয়ে অভিষেকেই দারুণ নিয়ন্ত্রিত বোলিং করেন আমিনুল ইসলাম বিপ্লব। ফটো : টুইটার

জিম্বাবুয়েকে ৩৯ রানে হারিয়ে এক ম্যাচ হাতে থাকতেই ত্রিদেশীয় টি-২০ সিরিজের ফাইনালে উঠেছে বাংলাদেশ। টানা তিন ম্যাচ হেরে জিম্বাবুয়ের বিদায় নিশ্চিত হওয়ায় আফগানিস্তানের ফাইনাল খেলাও নিশ্চিত হয়ে গেছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে টসে হেরে আগে ব্যাট করতে নামা টাইগাররা ৭ উইকেটে ১৭৫ রান করে। বাংলাদেশের পক্ষে মাহমুদউল্লাহ রিয়াদ ৪১ বলে ৬২ , লিটন দাস ২২ বলে ৩৮ এবং মুশফিকুর রহিম ২৬ বলে ৩২ রান করেন।

জিম্বাবুয়ের বোলারদের পক্ষে কাইল জার্ভিস ৩২ রান দিয়ে ৩ উইকেট লাভ করেন। এছাড়া ক্রিস্টোফার এমপোফু ২টি, রায়ান বার্ল এবং টিনোটেন্ডা মাতমবোদজি একটি করে উইকেট পান। 

জবাবে জিম্বাবুয়ে পুরো ২০ ওভার ব্যাট করলেও ১৩৬ রানে অলআউট হয়ে যায়। ফলে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে সাকিব বাহিনী।

টাইগার বোলারদের মধ্যে প্রায় দুই বছর পর টি-টুয়েন্টি দলে ফেরা পেসার শফিউল ইসলাম ৩৬ রান দিয়ে নেন ৩ উইকেট। এছাড়া অভিষিক্ত লেগস্পিনার আমিনুল ইসলাম বিপ্লব দারুণ নিয়ন্ত্রিত বোলিং করে ১৮ রান দিয়ে দুইটি উইকেট দখল করেন। মুস্তাফিজুর রহমান ২টি এবং সাকিব আল হাসান নেন একটি উইকেট।

আরআইএস