• ঢাকা
  • শনিবার, ২০ এপ্রিল, ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৭:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২১, ২০১৯, ০৮:০৯ পিএম

এক বলে সাকিবের দুই রেকর্ড

এক বলে সাকিবের দুই রেকর্ড
ছবি : আইসিসি

বিশ্বসেরা অলরাউন্ডার তিনি। দেশের হয়ে তো বটেই, পুরো বিশ্ব ক্রিকেটেই অসংখ্য কীর্তি তার। রেকর্ডবুকের পাতায় নাম তুলেছেন অসংখ্যবার, ছুঁয়েছেন অনেক মাইলফলকও। শনিবার (২১ সেপ্টেম্বর) আফগানিস্তানের বিপক্ষে আরও দুই নতুন মাইলফলক স্পর্শ করলেন সাকিব আল হাসান।

আফগানিস্তান ইনিংসের ১২তম ওভারের চতুর্থ বলে মোহাম্মদ নবীকে এলবিডব্লিউয়ের ফাঁদে ফেলেন সাকিব। আর এর মাধ্যমে এক সঙ্গে দুই কীর্তি গড়েন তিনি। টি-টুয়েন্টি ক্রিকেটের চতুর্থ বোলার হিসেবে ৩৫০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখান বিশ্বসেরা এই অলরাউন্ডার। 

সঙ্গে গড়েন আরও একটি নতুন রেকর্ড। টি-টুয়েন্টি ক্রিকেটে দ্বিতীয় অলরাউন্ডার হিসেবে ৪৫০০ রান ও ৩৫০ উইকেট পাওয়ার কৃতিত্বও দেখান তিনি। এর আগে শুধু ওয়েস্ট ইন্ডিজের ডোয়াইন ব্রাভোরই ছিল এমন রেকর্ড। 

এমএইচবি