• ঢাকা
  • মঙ্গলবার, ১৪ মে, ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০১৯, ০৬:৪৬ পিএম
সর্বশেষ আপডেট : সেপ্টেম্বর ২৭, ২০১৯, ০৮:২৩ পিএম

অপরাধ প্রমাণিত হলে লোকমান-মাহবুবকে ছাড় নয়: পাপন

অপরাধ প্রমাণিত হলে লোকমান-মাহবুবকে ছাড় নয়: পাপন
ক্যাসিনো ব্যবসায় জড়িত থাকার অভিযোগ উঠেছে বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম ও লোকমান হোসেনের বিরুদ্ধে। ফাইল ছবি

সারাদেশ জুড়েই এখন আলোচনার তুঙ্গে ক্যাসিনো বিতর্ক। দেশের বিভিন্ন স্পোর্টস ক্লাবে চলছে কোটি টাকার এই ক্যাসিনো ব্যবসা। সম্প্রতি র‌্যাবের অভিযানে প্রকাশ্যে এসেছে এসব ঘটনা। যাতে জড়িত থাকার অভিযোগে উঠেছে  বিসিবির দুই পরিচালক মাহবুব আনাম ও লোকমান হোসেন ভূঈয়ার বিরুদ্ধে। 

এতদিন এই বিষয়ে মুখ না খুললেও শুক্রবার ক্যাসিনো বিতর্কে বিসিবির ওই দুই সদস্যের জড়িত থাকার ব্যাপারে মুখ খুলেছেন সভাপতি নাজমুল হাসান পাপন। লোকমান ও মাহবুবের অপরাধ প্রমানিত হলে তাদের বিসিবি থেকে অব্যাহতি দেয়া হবে বলে জানিয়েছেন তিনি। সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই অভিযানের জন্য ধন্যবাদও জানিয়েছেন তিনি। 

পাপন বলেন, ‘এখানে বিভ্রান্ত হওয়ার কিছু নেই। যদি কেউ অপরাধের সঙ্গে জড়িত থাকে, তাহলে সে শাস্তি পাবে। এর ব্যতিক্রম কিছু হওয়ার সুযোগ নেই। প্রধানমন্ত্রী যেই উদ্যোগ নিয়েছেন, তা আমাদের সমাজের জন্য ভালো। কেবল মাত্র তিনিই এই ধরণের পদক্ষেপ নিতে পারেন, অন্য কারো দ্বারা এমন কিছু সম্ভব নয়।’

তিনি আরও বলেন, ‘তাদের দুই জনের (লোকমান ও মাহবুব) ব্যাপারটা প্রক্রিয়াধীন আছে। আমাদের দিক থেকে এখন কিছু বলাটা দ্রুত হয়ে যায়। দুদক যে কারো কাছে সম্পদের হিসাব চাইতে পারে। লোকমান ক্লাবে জুয়ার ব্যাপারে অভিযুক্ত হয়েছে। যদি ক্যাসিনোর সাথে তার কোনো সম্পৃক্ততা থাকে, তাহলে সে শাস্তি পাবে। কিন্তু বোর্ড এই মুহূর্ত কোনো পদক্ষেপ নিতে পারে না। যদি তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমানিত হয়, তখন সে অনুযায়ী বিসিবি পদক্ষেপ নিবে। অপরাধের সাথে যুক্ত এমন কাউকে বিসিবি ছাড় দেয় না।’

সূত্র : বাসস

এমএইচবি