• ঢাকা
  • বুধবার, ০৮ মে, ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৫, ২০১৯, ১১:১৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৫, ২০১৯, ১১:১৯ এএম

আবারো ইনজুরিতে মাঠের বাইরে এমবাপ্পে

আবারো ইনজুরিতে মাঠের বাইরে এমবাপ্পে
আবারো ইনজুরিতে পড়েছেন কিলিয়ান এমবাপ্পে। ফটো : গেটি ইমেজ

পিএসজি ফরোয়ার্ড এবং ফ্রান্সের বিশ্বকাপ জয়ী ফুটবলার কিলিয়ান এমবাপ্পে আবারো ইনজুরিতে পড়েছেন। ফলে আজ শনিবার (৫ অক্টোবর) লীগ ওয়ানের ম্যাচে অঁজির বিপক্ষে তিনি খেলতে পারবেন না। 

পিএসজি কোচ টমাস টুখেল এক সংবাদ সম্মেলনে উরুর চোটের কারণে এমবাপ্পের খেলতে না পারার বিষয়টি নিশ্চিত করে জানান, ব্যথা অনুভব করা এবং স্বচ্ছন্দ বোধ না করায় বাড়তি সতর্কতার জন্যেই তাকে বিশ্রামে পাঠানো হয়েছে।  

ইনজুরি খুব বেশি গুরুতর না হলেও এমবাপ্পের সুস্থ হতে ১০ দিনের মতো সময় লাগবে। ফলে আগামী ১১ অক্টোবর ফ্রান্স-আইসল্যান্ডের ইউরো বাছাইপর্বের ম্যাচ খেলা এখন তার জন্য অনিশ্চিত হয়ে গেছে।

উরুর ইনজুরির কারণে এর আগেও এক মাস মাঠের বাইরে ছিলেন এমবাপ্পে। গত সপ্তাহে বোর্দোর বিপক্ষে মাঠে ফিরেছিলেন ২০ বছর বয়সী এই ফরাসি তারকা। গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লীগে গালাতাসারাইয়ের বিপক্ষে বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে নেমেছিলেন।

আরআইএস 
 

আরও পড়ুন