• ঢাকা
  • রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ৭, ২০১৯, ১১:০৯ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ৭, ২০১৯, ১১:০৯ এএম

কিংয়ের ঝড়ে সাকিবদের হার, এখনো আছে ফাইনালে খেলার সুযোগ 

কিংয়ের ঝড়ে সাকিবদের হার, এখনো আছে ফাইনালে খেলার সুযোগ 
সিপিএলে বার্বাডোজ ট্রাইডেন্টের হয়ে বোলিং করা অবস্থায় সাকিব আল হাসান। ফটো: সংগৃহীত

ক্যারিবীয়ান প্রিমিয়ার লীগের (সিপিএল) প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বার্বাডোজ ট্রাইডেন্টকে ৩০ রানে হারিয়ে ফাইনালে উঠেছে গায়ানা আমাজন ওয়ারিয়র্স। যদিও পয়েন্ট টেবিলে সেরা দুইয়ে থাকার কারণে দ্বিতীয় কোয়ালিফায়ার খেলার সুযোগ পাবে সাকিব আল হাসানের দল। তাই বার্বাডোজের ফাইনালে খেলার সুযোগ এখনই শেষ হয়ে যায়নি।

রোববার (৬ অক্টোবর) বাংলাদেশ সময় দিবাগত রাতে শুরু হওয়া ম্যাচে টসে জিতে আগে ব্যাট করতে নামা গায়ানা ৩ উইকেটে ২১৮ রানের বড় স্কোর পায়। ৭২ বলে ১০ চার ও ১১ ছক্কায় ১৩২ রানের বিধ্বংসী ইনিংস খেলে অপরাজিত থাকেন ব্র্যান্ডন কিং।

এদিন বল হাতে সাকিব ছিলেন বেশ খরুচে। মূলত শেষ ওভারেই তিনি মার খান। প্রথম দুই ওভারে ১৩ রান দিয়েছিলেন সাকিব। ইনিংসে মাঝ পথে দ্বিতীয় স্পেলে ছিলেন আরও মিতব্যয়ী, তৃতীয় ওভারে দেন মাত্র চার রান। কিন্তু শেষ ওভারে সাকিব ২৯ রান দিয়ে বসেন। ফলে ৪ ওভারে তিনি ৪৬ রান খরচ করে উইকেটশূন্য থাকেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৮৮ রান করে বার্বাডোজ থামে। জোনাথন কার্টার ২৬ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৪৯ রান করেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে ৯ বলে ৫ রান করে শোয়েব মালিকের বলে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব।

প্রথম কোয়ালিফায়ারে হেরে যাওয়ায় ফাইনালে যাওয়ার লড়াইয়ে দ্বিতীয় কোয়ালিফায়ারে ত্রিনবাগো নাইট রাইডার্সের বিপক্ষে খেলবে বার্বাডোজ।

আরআইএস 

আরও পড়ুন