• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ১৫, ২০১৯, ০৮:৫৩ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৫, ২০১৯, ০৯:৪০ পিএম

ভারতের বিপক্ষে এক গোলে এগিয়ে বাংলাদেশ

ভারতের বিপক্ষে এক গোলে এগিয়ে বাংলাদেশ
ছবি : সংগৃহীত

কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে হাজার হাজার দর্শককে স্তব্ধ করে দিয়ে বিরতিতে গেল বাংলাদেশ। বিশ্বকাপ বাছাইয়ের তৃতীয় ম্যাচে ভারতের বিপক্ষে শুরু থেকেই দারুণ খেলতে থাকে লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু গোলের দেখা পাচ্ছিল না। 

৩ মিনিটে সুনীল ছেত্রী চকিতে শট নিয়েছিলেন বাংলাদেশের গোলপোষ্ট লক্ষ্য করে। তবে গোলকিপার আশরাফুল রানার দৃঢ়তায় সেটা সম্ভব হয়নি। ৩১ মিনিটে গোল করার মতো সুযোগ পেয়েছিল বাংলাদেশও, তবে তা সম্ভব হয়নি। 

কিন্তু ৪২ মিনিটে ঠিকই নিজেদের সেই কাঙ্খিত গোল পেয়ে যায় বাংলাদেশ। পেনাল্টি বক্সের অনেক বাইরে থেকে অধিনায়ক জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে মাথা ছুঁইয়ে দেন সাদ। তাতেই বল জড়ায় ভারতীয় গোলপোষ্টে। এই এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় জেমি ডের শিষ্যরা।