• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৯, ১১:০৫ এএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ১৭, ২০১৯, ০১:২৭ পিএম

শেখ কামাল ক্লাব কাপ থেকে নাম প্রত্যাহার করলো আবাহনী

শেখ কামাল ক্লাব কাপ থেকে নাম প্রত্যাহার করলো আবাহনী

আগামী ১৯ অক্টোবর থেকে চট্টগ্রামে শুরু হতে যাচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ। যেখানে ৫ দেশের ৮ ক্লাব দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে এই আসরে।যেখানে থাকছে বাংলাদেশের তিনটি ক্লাবও। 

শুক্রবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত হয় এবারের আসরের ড্র। যেখানে একই গ্রুপে পড়েছিল বসুন্ধরা কিংস ও ঢাকা আবাহনী। তবে টুর্নামেন্টের মাত্র তিন দিন আগেই শেখ কামাল ক্লাব কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে ঐতিহ্যবাহী ঢাকা আবাহনী। 

এর আগে দুইবার চট্টগ্রাম আবহনীর তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের নামের এই টুর্নামেন্ট। যার প্রধান সমন্বয়কের কাজ করে থাকেন তরফরদার রুহুল আমিন।

শেখ কামাল ক্লাব কাপের ড্রয়ের পর দুই গ্রুপের দলগুলো ছিল-

গ্রুপ ‘এ’ : টিসি স্পোর্টস (মালদ্বীপ), মোহনবাগান এ্যাথলেটিক ক্লাব (ভারত), ইয়ং এলিফেন্ট এফসি (লাওস), চট্টগ্রাম আবাহনী (বাংলাদেশ)।

গ্রুপ ‘বি’ : বসুন্ধরা কিংস (বাংলাদেশ), চেন্নাই সিটি এফসি (ভারত), তেরাঙ্গানো ফুটবল ক্লাব (মালয়েশিয়া)।