• ঢাকা
  • রবিবার, ১২ মে, ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৮, ২০১৯, ০১:৪৭ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৮, ২০১৯, ০১:৪৭ পিএম

খেলোয়াড়দের দাবি মেনে নিয়ে অন্যায় করেছি : পাপন

খেলোয়াড়দের দাবি মেনে নিয়ে অন্যায় করেছি : পাপন

কী এক অদ্ভুত গোলকধাঁধাঁয় আটকে গেছে দেশের ক্রিকেট। যেখানে কোনোকিছুই হচ্ছে না ঠিকঠাক। ক্রিকেটারদের ধর্মঘটের পর সাকিব আল হাসানের গ্রামীনফোনের সঙ্গে চুক্তি, এসব শেষ না হতেই মুশফিকুর রহিমের গ্যালারিতে উঠে আসা। এ যেন শনির দশা। যা কাটানো যাচ্ছে না কিছুতেই।

গত সোমবার হঠাৎ ধর্মঘটের ডাক দেন ক্রিকেটাররা। এরপর অবিশ্বাস-অনিশ্চয়তা আর রুদ্ধশ্বাসের ৫৬ ঘণ্টা। নানা নাটকীয়তা শেষে বুধবার রাতে ক্রিকেটারদের দাবি মেনে নেয় ক্রিকেট বোর্ড। তবে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন মনে করেন, ক্রিকেটারদের দাবি মেনে নিয়ে অন্যায় করেছেন তিনি। সোমবার এক জাতীয় দৈনিককে দেয়া সাক্ষাৎকারে পাপন বলেছেন এসব কথা। 
 
তিনি বলেন, ‘বোর্ড পরিচালক লোকমান হোসেন ভূঁইয়ার গ্রেপ্তার হওয়ার ঘটনা বুঝতে না-বুঝতেই আচমকা খেলোয়াড়দের ধর্মঘট! আমার এখনো বিশ্বাস হচ্ছে না। আমি প্রতিদিনই ওদের (খেলোয়াড়দের) সঙ্গে কথা বলি। আগে থেকে কিছু না জানিয়ে খেলা বন্ধ, এটা কোনো দিন হতে পারে!’

তিনি আরও বলেন, ‘আমি মনে করি ওদের দাবি পূরণ করে আমি একটা অন্যায় কাজ করেছি। কোনোভাবেই উচিত হয়নি মানা। আমাদের বলা উচিত ছিল, যতক্ষণ পর্যন্ত তোমরা ধর্মঘট প্রত্যাহার না করবে আর বোর্ডে আবেদন না করবে, আমরা তোমাদের সঙ্গে বসব না। আইসিসির বিভিন্ন দেশের সঙ্গে কথা বলে আমি বুঝেছি, এটাই করা উচিত ছিল। কিন্তু আপনারা (সংবাদমাধ্যম) আমাদের এমন অবস্থায় ফেলে দিলেন যে আর কিছুই করার ছিল না।’

এমএইচবি

আরও পড়ুন