• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: অক্টোবর ২৯, ২০১৯, ০৯:১০ পিএম
সর্বশেষ আপডেট : অক্টোবর ২৯, ২০১৯, ০৯:১০ পিএম

মিরপুরে ভক্তদের বিক্ষোভ

‘সাকিব ছাড়া ক্রিকেট মানি না, মানবো না’

‘সাকিব ছাড়া ক্রিকেট মানি না, মানবো না’
সাকিবের সমর্থনে ভক্তদের বিক্ষোভ -ছবি : মাহমুদুল হাসান বাপ্পি

বিশ্বসেরা অলরাউন্ডার, বাংলাদেশের টেস্ট ও টি-টুয়েন্টির অধিনায়ক সাকিব আল হাসানের সব ধরনের ক্রিকেট থেকে দুই বছরের নিষেধাজ্ঞার খবরে ক্ষোভে ফেটে উঠেছে ভক্তরা।

মঙ্গলবার (২৯ অক্টোবর) রাত ৮টা দিকে বিসিবির সংবাদ সম্মেলনে অংশ নেয়ার জন্য স্টেডিয়ামে যান সাকিব আল হাসান। 

এ খবর চাউর হওয়ার আগে থেকেই স্টেডিয়ামের সামনে জড়ো হন ক্রিকেট ভক্তরা। এ সময় তারা  ‘সাকিব ছাড়া ক্রিকেট মানি না' স্লোগানে আইসিসির নিষেধাজ্ঞার সিদ্ধান্তের প্রতিবাদ জানায়। এই রিপোর্ট লেখা পর্যন্ত স্টেডিয়াম এলাকায় মিছিল করছিলেন ভক্তরা। 

দুই বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে আইসিসি। ২০১৮ সালে এক জুয়াড়ির কাছ থেকে তিনবার ম্যাচ ফিক্সিংয়ের প্রস্তাব পেয়েছিলেন বিশ্বসেরা অলরাউন্ডার, তিনি তা প্রত্যাখানও করেছিলেন। তবে সে তথ্য তিনি আইসিসি কিংবা বিসিবিকে জানাননি।

আইসিসির নিয়ম অনুযায়ী কোনও ক্রিকেটার যদি ফিক্সিংয়ের প্রস্তাব পান, তাহলে তা সঙ্গে সঙ্গেই জানাতে হবে তাদের। আর এই নিয়ম ভঙ্গ করলে ৬ মাস থেকে ৫ বছরের শাস্তি হবে ওই ক্রিকেটারের। সে নিয়ম অনুযায়ী সব ধরণের ক্রিকেট থেকে এক বছরের জন্য সাকিবকে নিষিদ্ধ করে আইসিসি, তার কর্মকাণ্ড বিবেচনা করে পরের বছর থেকে খেলতে পারবেন তিনি।

বাংলাদেশ অধিনায়ককে দেয়া এই নিষেধাজ্ঞার প্রতিবাদে মিরপুর স্টেডিয়ামের সামনে বিক্ষোভ করছেন সাকিব ভক্তরা।

এমএইচবি/এসএমএম