• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ০৩:৪৪ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০১৯, ০৩:৪৪ পিএম

ইডেন টেস্টে ভিন্নরূপে ফিরছেন ধোনি!

ইডেন টেস্টে ভিন্নরূপে ফিরছেন ধোনি!
মহেন্দ্র সিং ধোনি। ফাইল ছবি

মহেন্দ্র সিং ধোনি টেস্ট থেকে অবসর নিয়েছেন ২০১৪ সালে। প্রায় পাঁচ বছর পর আবারও ভিন্ন রূপে টেস্টে দেখা যেতে পারে ভারতের সাবেক এই অধিনায়ককে। তবে কোচ কিংবা ক্রিকেটার হিসেবে নয়। আগামী ২২ অক্টোবর থেকে অনুষ্ঠিত বাংলাদেশ-ভারত টেস্টে ধারাভাষ্যকার হিসেবে দেখা যেতে পারে তাকে। 

স্টার স্পোর্টস থেকে আনুষ্ঠানিকভাবে ধারাভাষ্যের জন্য আমন্ত্রণ জানালেও ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এর অনুমতি এখনো পাননি ধোনি। যদিও সাবেক অধিনায়ক হিসেবে ইডেন টেস্টে তার থাকাটা নিশ্চিতই। ইডেনের ঐতিহাসিক টেস্টে ভারতের সব সাবেক অধিনায়ককে আমন্ত্রণ জানিয়েছেন বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

ধোনির ধারাভাষ্যে দেয়ার বিষয়ে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেন, ‘হ্যাঁ, ব্রডকাস্টাররা তাকে আমন্ত্রণ জানিয়েছে। তবে এ নিয়ে এখনও কোনো সিদ্ধান্ত আমরা নেইনি। অনুমতি দিলেই কেবল ধোনি দিবা-রাত্রির টেস্টে ধারাভাষ্য দিতে পারবে।’

এমএইচবি