• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৬, ২০১৯, ০৫:০২ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৬, ২০১৯, ০৫:০২ পিএম

আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ জিততে চান রিয়াদ

আগ্রাসী ক্রিকেট খেলে সিরিজ জিততে চান রিয়াদ
সংবাদ সম্মেলনে রিয়াদ

দুটো ছবি মনে করার চেষ্টা করুণ। বাংলাদেশ দলের ক্রিকেটাররা যে সময় দেশ ছাড়ছেন এবং তাদের দিল্লি ছাড়ার সময়কার। দুই ছবিতে কী অদ্ভুত বৈপরিত্য। মাত্র কয়েক দিনের ব্যবধানেই বদলে গেছে প্রেক্ষাপট, বিষণ্ন মুখে দেখে মিলেছে সূর্যকিরণের মতো স্পষ্ট হাসি। 

আর এর পেছনের কারণ একটাই, দিল্লির এক ম্যাচ। অরুণ জেটলিতে প্রথমবারের মতো টি-টুয়েন্টি ক্রিকেটে ভারতকে হারিয়েই বদলে গেছে সব। চারদিকে অস্থিরতা কেটে এক আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়েছে বাংলাদেশ শিবিরে। সেই আত্মবিশ্বাসকে সঙ্গী করেই দ্বিতীয় টি-টুয়েন্টিতে ভারতের বিপক্ষে রাজকোটে খেলতে নামবে টাইগাররা। 

তার আগে বাংলাদেশ অধিনায়ক রিয়াদ জানালেন আগ্রাসী ক্রিকেট খেলেই সিরিজ জিততে চান তারা, ‘এটা আমাদের জন্য অনেক বড় একটা সুযোগ। যখন কোন দল প্রথম ম্যাচে জয় পায় সিরিজ জয়ের সুযোগ তাদের সামনে অনেক বেশি বেড়ে যায়। দলের সবাই খুবই উদ্যমী। আশা করছি আগামী ম্যাচে আমরা আমাদের সেরাটাই দেবো। আমরা আগ্রাসী ক্রিকেট খেলবো। ইতিবাচব ক্রিকেট খেলবো।’

প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পাওয়ায় দ্বিতীয় ম্যাচে নিশ্চিতভাবেই চাপে থাকবে ভারত। তবে মাহমুদুল্লাহ রিয়াদ বলছেন শুরুতে চাপে ছিলেন তারাই, ‘শুরু থেকে চাপ আসলে আমাদের উপরই বেশি ছিল। তবে শুরু থেকে আমাদের হারানোর তেমন কিছু ছিল না। এখন আশা করছি আগামী ম্যাচে আমরা সেরাটা দিতে পারবো। তুলে নিতে পারবো আরেকটি জয়।’


দেশের ক্রিকেটের সাম্প্রতিক সময়ের অস্থিরতা নিয়ে তিনি বলেন, ‘আমাদের  ক্রিকেট অঙ্গনে যে অস্থিরতা ছিল (ধর্মঘট, সাকিবের নিষেধাজ্ঞা) সেখান থেকে ভারতে সিরিজ জয় হবে দেশের ক্রিকেটের জন্য, দলের জন্য বড় একটা প্রেরণা। ভারত নিজেদের মাঠে এমনকি যে কোন জায়গায় খুবই ভালো দল। আগামী ম্যাচেও তাদের হারানোর চেষ্টা থাকবে আমাদের। বোলিংয়ে তারা খুবই ভালো দল। স্পিন এবং পেস বলে অনেক বৈচিত্র আছে। আমরা যদি শুরুর বল থেকেই ভালো খেলি। ভুল না করি এবং মোমেন্টাম আমাদের দিকে নিতে পারি তাহলে আমার মন বলে ম্যাচটা আমাদের পক্ষে আসবে। যারা পরিকল্পনা কাজে লাগাতে পারবে তারাই ম্যাচটা জিতবে।’

আরও পড়ুন