• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ৭, ২০১৯, ১২:৪৮ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ৭, ২০১৯, ১২:৪৮ পিএম

মেঘমুক্ত রাজকোটের আকাশ, শঙ্কামুক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি

মেঘমুক্ত রাজকোটের আকাশ, শঙ্কামুক্ত দ্বিতীয় টি-টোয়েন্টি
সংগৃহীত ছবি

প্রথম ম্যাচ জয়ের পর প্রত্যাশাটা বড় হয়েছে। আগের আট দেখায় একবার হারাতে না পারলেও প্রথমবারের মতো ভারতকে টি-টোয়েন্টিতে হারানোর পর বাংলাদেশের সামনে দেখা দিয়েছে সিরিজ জেতার। সেটার সবচেয়ে বড় সুযোগ যে এখনই সেটা ম্যাচের আগের সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদও। 

কিন্তু সেখানে প্রতিপক্ষ ভারতের আগেই বাধা হয়ে দাঁড়িয়ে ছিল ঘূর্ণিঝড় ‘মহা’। আরব সাগর থেকে উঠে আসা এই ঘূর্ণিঝড়ের প্রভাবে বুধবার ভারি বর্ষণ হয়েছিল রাজকোটে। যাতে শঙ্কায় পড়েছিল বাংলাদেশ ও ভারতের মধ্যেকার দ্বিতীয় টি-টুয়েন্টি। 

তবে, স্বস্তির খবর হচ্ছে ঘূর্ণিঝড়ের দিক বদলে গেছে। গুজরাট উপকূল, আহমেদাবাদ ছেড়ে মহার গন্তব্য কর্ণাটক, তামিলনাড়ু এবং কেরালার দিকে সরে গেছে। যে কারণে রাজকোটেও কমে এসেছে ঝড়ের প্রকোপ। যে কারণে বৃহস্পতিবার ম্যাচ হওয়া নিয়ে খুব বেশি শঙ্কা নেই।

এমএইচবি

আরও পড়ুন