• ঢাকা
  • সোমবার, ২৯ এপ্রিল, ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ১০, ২০১৯, ০৬:৪৯ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ১০, ২০১৯, ০৬:৪৯ পিএম

টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত গেলো বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল 

টি-টোয়েন্টি ম্যাচ খেলতে ভারত গেলো বাংলাদেশ প্রতিবন্ধী ক্রিকেট দল 

ভারতের কলকাতায় টি-টায়েন্টি প্রীতি ম্যাচ খেলতে গোপালগঞ্জ স্পোটিং ক্লাবের ১৮ সদস্যের একটি প্রতিবন্ধী ক্রিকেট দলের সদস্যরা ভারত গেছেন। রোববার (১০ নভেম্বর) বিকাল ৩টায় প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন ও কাস্টমসের আনুষ্ঠানিকতা সম্পন্ন করে ভারতের পেট্রাপোল চেকপোস্টে প্রবেশ করেন।

জানা যায়, ভারতের আমন্ত্রনে তারা কলকাতায় টি-টোয়েন্টি প্রীতি ম্যাচ খেলতে ভারতে গেছেন। সেখানে দুইটি টি-টোয়েন্টি ও একটি ওয়ান ডে ম্যাচ খেলবে তারা।

দলের অধিনায়ক গোপালগঞ্জ স্পোটিং ক্লাবের সাধারণ সম্পাদক রাজু আহমেদ বাংলাদেশি খোলোয়াড়রা ভালো খেলার মাধ্যমে জয় ছিনিয়ে এনে দেশের ভাবমূর্তি আরো উজ্বল করবেন বলে আশা প্রকাশ করে সকলের কাছে দোয়া চেয়েছেন।

এমএইচবি