• ঢাকা
  • বৃহস্পতিবার, ২৮ মার্চ, ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০
প্রকাশিত: নভেম্বর ১৭, ২০১৯, ০৭:২৩ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২০, ২০১৯, ০৩:৪৫ পিএম

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন রিয়াদ

চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলবেন রিয়াদ

বঙ্গবন্ধুর নামে আয়োজিত হচ্ছে বিপিএলের সপ্তম আসর। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে আয়োজিত এই বিপিএলে থাকছে না কোনো ফ্র্যাঞ্চাইজি। তবে পাঁচটি দলের সঙ্গে স্পন্সর প্রতিষ্ঠান যুক্ত করেছে বিসিবি। যেখানে চট্টগ্রামের স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে আক্তার গ্রুপ।

রোববার (১৭ নভেম্বর) থেকে বিপিএলের এবারের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনুষ্ঠিত হচ্ছে বিপিএলের এবারের আসরে প্লেয়ার্স ড্রাফট। যেখানে প্রথম ডাকেই তারা দলে ভিড়িয়েছে অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদকে। 

৫০ লক্ষ টাকা ভিত্তিমূল্যের এ প্লাস ক্যাটাগরি থেকে তাকে দলে ভিড়িয়েছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। রিয়াদ বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের টি-টোয়েন্টি অধিনায়ক।

এমএইচবি/আরআইএস