• ঢাকা
  • শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৯, ০১:০৫ পিএম
সর্বশেষ আপডেট : নভেম্বর ২২, ২০১৯, ০২:২১ পিএম

ঐতিহাসিক ম্যাচের টস জিতেছেন মুমিনুল, ব্যাটিংয়ের সিদ্ধান্ত

ঐতিহাসিক ম্যাচের টস জিতেছেন মুমিনুল, ব্যাটিংয়ের সিদ্ধান্ত
ছবি : জিটিভি

চারদিকে সাজ সাজ রব আছে। কলকাতাকে মোড়ে দেয়া হয়েছে বলের রঙ গোলাপিতে। বাহারি আয়োজনে আছে আধুনিকতা আর নান্দনিকতার ছোঁয়া। ভারত ও বাংলাদেশের প্রথম গোলাপি বলের টেস্টকে ঘিরে বসেছে সাবেকদের মিলনমেলাও। 

ভারতের কিংবদন্তি টেন্ডুলকার-গাভাস্কারদের সঙ্গে আছেন বাংলাদেশের হাবিবুল বাশার-নাঈমুর দুর্জয়রা। এই টেস্ট উদ্বোধন করতে সেখানে আছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও। তবে এতো সব আয়োজনের ভীড়েও মূল লড়াইটা হবে মাঠের ক্রিকেটে। 

দিবা-রাত্রির টেস্টের জন্য বিশেষ টস কয়েন। ছবি : বিসিসিআই

যেখানে নামার আগে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের টেস্ট অধিনায়ক মুমিনুল হক। এর আগে হওয়া ১১ দিবা-রাত্রির টেস্টে আগে ব্যাট করে ম্যাচ জেতার সংখ্যাটা ৫, অন্যদিকে হেরেছে ৬ ম্যাচে। এখন দেখার বিষয় বাংলাদেশ কী করে। 

বাংলাদেশের একাদশে ২ পরিবর্তন আসলেও ভারতীয় একাদশে অবশ্য কোনো পরিবর্তন আসেনি। ইন্দোর টেস্টের দল নিয়েই মাঠে নামবে বিরাট কোহকির দল। 

বাংলাদেশের একাদশ : সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), নাঈম হাসান, আল আমিন হোসেন, আবু জায়েদ রাহী, এবাদত হোসেন।

ভারতীয় একাদশ : রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, চেতশ্বর পূজারা, বিরাট কোহলি (অধিনায়ক), আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, উমেশ যাদব, মোহাম্মদ শামি।

এমএইচবি/আরআইএস